ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লিফলেট বিতরণ কাকরাইল মসজিদ থেকে ২৩ তবলীগ কর্মী আটক

প্রকাশিত: ০৭:৩৫, ২৬ ডিসেম্বর ২০১৪

লিফলেট বিতরণ কাকরাইল মসজিদ থেকে ২৩ তবলীগ কর্মী আটক

স্টাফ রিপোর্টার ॥ লিফলেট বিতরণের অভিযোগে রাজধানীর তবলীগ জামাতের প্রধান মার্কাস কাকরাইল মসজিদ থেকে ফের ২২ তবলীগ জামাত কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে তাদের আটক করে রমনা থানা পুলিশ। এর আগে ১৯ ডিসেম্বর রাতে ২৪ তবলীগ কর্মীকে আটক করা হয়। তারা মাগরিবের নামাজের পর মসজিদের ভেতরে মসজিদের আমির ওয়াসিফুল ইসলামের বিরুদ্ধে লিফলেট বিলি করছিলেন বলে অভিযোগ করা হয়। ওয়াসিফুলের লোকজনই তাদের মসজিদের ভেতর আটকে রাখে। এশার নামাজের পর রমনা থানায় খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় একই অভিযোগে মসজিদের ভেতরে থেকে ২২ জনকে আটক করা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী তিন চিল্লার সাথী মাহবুব জানান, আমরা বিভিন্ন সময় কাকরাইল মসজিদের আর্থিক অনিময় নিয়ে কথা বলতে গিয়ে হামলার শিকার হয়েছি। আজকে আমরা প্রায় ৫০ জনের মতো মাগরিবের নামাজ শেষে লিফলেট বিতরণ করতে গেলে তবলীগের আমির ওয়াসিফুল ইসলামের লোকজন আমাদের ধরে নিয়ে মারধর করে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রমনা থানা পুলিশ কাকরাইল মসজিদে আটককৃতদের উদ্ধার করতে যায়। এ সময় উপস্থিত সাংবাদিকদের মসজিদ থেকে বের করে দেন তবলীগের আমির ওয়াসিফুল ইসলামের প্রধান সহযোগী মাহফুজুল হান্নান। সাংবাদিকদের ‘মোনাফেক’ আখ্যায়িত করে মাহফুজুল হান্নান বলেন, আপনারা কার অনুমতি নিয়ে ঢুকেছেন? এখানে ঢোকার কোন অধিকার আপনাদের নেই। আপনারা মোনাফেক। সাংবাদিকরা আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা লেখে। আপনার যা ইচ্ছা লিখতে পারেন। আপনাদের কাছ থেকে মাফ চাই, পানাও চাই। আপনাদের আর কখনও কাকরাইল মসজিদে দেখলে ভাল হবে না। রাত আটটার দিকে কাকরাইল মসজিদ থেকে ২৩ জনকে আটক করে রমনা থানায় নিয়ে যায় পুলিশ। এর মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এক আইনজীবীকে ছেড়ে দেয়া হয়। তার নাম এ্যাডভোকেট এসএএম মাহফুজুর। রমনা থানা কর্তব্যরত উপপরিদর্শক আশরাফুল আলম জনকণ্ঠকে বলেন, আটককৃতরা কাকরাইল মসজিদের ভেতর লিফলেট বিতরণ করছিল। মসজিদের লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেয়। এরপর তাদের থানায় আনা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
×