ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে চিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০৫:২৮, ২৬ ডিসেম্বর ২০১৪

মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে চিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ কানাডা যুবলীগের সাবেক সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আইনজীবী ড. আরিফ বিন ইসলাম পটুয়াখালীর চরাঞ্চল বিশেষ করে রাঙ্গাবালী ও কলাপাড়ার বিচ্ছিন্ন দ্বীপ-চরগ্রামগুলোর নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়ার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। মুক্তিযুদ্ধ এবং জাতির জনক বঙ্গবন্ধুর ওপর নির্মিত সব ধরনের ছবি ও ডকুমেন্টারি ডিজিটাল প্রযুক্তিতে বড় পর্দায় প্রদর্শনের মাধ্যমে তিনি এ উদ্যোগ নিয়েছেন। তিনি এরই মাঝে বেশ কয়েকটি প্রদর্শনী করেছেন। তার এ উদ্যোগ অব্যাহত থাকবে। বুধবার রাতে গলাচিপা অফিসার্স ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানের শেষে ব্যক্তিগত আলাপচারিতার মাঝে তিনি তার এ উদ্যোগের কথা জানান। তিনি বলেন, চরাঞ্চলের বর্তমান নবীন প্রজন্ম আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং জাতির জনক সম্পর্কে তেমন কিছুই জানে না। তাদের কাছে পৌঁছে না তথ্য। তাই তিনি এ উদ্যোগ নিয়েছেন। গাঁয়ের নিরক্ষর লোকজনদেরও তিনি এ উদ্যোগে নিয়ে আসার চেষ্টা করছেন। এর আগে মিট দ্য প্রেসে তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত অনুপ্রেরণায় তিনি কানাডা থেকে দেশে চলে এসেছেন এবং পটুয়াখালী-৪ আসনে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকা-সহ গণসংযোগ করছেন।
×