ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে কষ্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার ॥ আটক ১

প্রকাশিত: ০৫:২৮, ২৬ ডিসেম্বর ২০১৪

বরিশালে কষ্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার ॥ আটক ১

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার গৌরনদী উপজেলার বাটাজোর এলাকা থেকে বুধবার গভীর রাতে ৯৫ লাখ টাকা মূল্যের ৯৫ কেজি ওজনের কষ্টি পাথরের একটি শিবলিঙ্গসহ করিম সরদারকে আটক করেছে র‌্যাব-৮’র সদ্যসরা। করিম উজিরপুরের শোলক গ্রামের মোহাম্মদ আলী সরদারের পুত্র। এ ব্যাপারে বৃহস্পতিবার সকালে র‌্যাব-৮এর ডিএডি মোঃ রুহুল আমিন বাদী হয়ে করিম সরদারকে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮-এর একটি দল বাটাজোর বাজার সংলগ্ন ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ অফিসের সম্মুখে অপেক্ষামাণ কষ্টি পাথর পাচারকারী করিম সরদারকে আটক করেন। পরে র‌্যাবের জিজ্ঞাসাবাদে করিমের স্বীকারোক্তি অনুযায়ী ৯৫ লাখ টাকা মূল্যের ২৬ ইঞ্চি লম্বা ৯৫ কেজি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার করে র‌্যাব।
×