ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিসিবির পরামর্শক রস টার্নার

প্রকাশিত: ০৫:১৮, ২৬ ডিসেম্বর ২০১৪

বিসিবির পরামর্শক রস টার্নার

স্পোর্টস রিপোর্টার ॥ বিসিবি ক্রিকেট একাডেমির সাবেক প্রধান কোচ রস টার্নারকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হতে পারে। মূলত দেশের ক্রিকেটের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্যই এমন পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেটা ২০১৫ সালের প্রথম থেকেই শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। সে জন্যই আগামী জানুয়ারিতেই বাংলাদেশে আসতে পারেন রস টার্নার। এবার কৌশলগত পরিকল্পনা নিয়ে কাজ করবেন তিনি। ধারণা করা হচ্ছে, রস টার্নার এবার এলে অবশ্য তার একটি উপদেষ্ট দল নিয়ে আসারও সম্ভাবনা আছে। ‘ফোর-ডি’ নামে একটি উপদেষ্টা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী টার্নার বাংলাদেশের ক্রিকেটের সামগ্রিক এই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে নিজের দল নিয়েই কাজ করতে আগ্রহী। এর আগেও ২০১১ সালে একাডেমির কোচ হিসেবে আসেন টার্নার। সেই সময় বোর্ডের কয়েক কর্মকর্তার সঙ্গে সামান্য বিষয় নিয়ে মনোমালিন্যও হয় তার। পরে পারিবারিক কারণে বিদায় নেন তিনি। এর আগে ২০০০ সালে বিসিবি একাডেমির সঙ্গে কাজ করেছিলেন রস টার্নার। এছাড়া বিভিন্ন সময়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ক্রিকেট নিউসাউথ ওয়েলসের সঙ্গে বিভিন্ন সময়ে কাজ করেছেন। রস টার্নারের আগমন সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত কৌশলগত পরিকল্পনা নিয়ে কাজ করবেন রস টার্নার।
×