ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বার্সিলোনা তারকা জাভির অভিমত...

প্রকাশিত: ০৫:১৬, ২৬ ডিসেম্বর ২০১৪

বার্সিলোনা তারকা জাভির অভিমত...

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুম শুরুর আগেই জোর গুঞ্জন উঠেÑ বার্সিলোনা ছাড়ছেন স্প্যানিশ মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। কিন্তু না, শেষ পর্যন্ত ন্যু ক্যাম্পেই থেকে গেলেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকা। মূলত তাঁকে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ক্লাবটির নবাগত কোচ লুইস এনরিক। ক্লাব ইতিহাসে জাভির অবদানের স্বীকৃতিস্বরূপই ক্লাব কর্তৃপক্ষ তাঁকে রেখে দেয়। আর জাভি হার্নান্দেজও বলছেন ন্যু ক্যাম্পেই এখন সন্তুষ্ট তিনি। গুঞ্জন উঠেছিল বার্সিলোনা ছেড়ে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে নতুন করে ঠিকানা গড়ার। কিন্তু এ সব কিছুকেই উড়িয়ে দিয়েছেন তিনি। বরং সরাসরি বলে দিয়েছেন কখনোই রিয়ালে যাওয়ার সিদ্ধান্ত ছিল না জাভির। এ বিষয়ে রবিবার এক সংবাদ সম্মেলনে স্প্যানিশ এই তারকা ফুটবলার বলেন, ‘আমি বার্সিলোনার জন্য অসাধারণ। মাদ্রিদে আমি কখনোই সুখী হতাম না। আমি বার্সিলোনার, এটাই সত্য। আমি কারও সঙ্গে প্রতারণা করতে পারি না।’ যে কোন ফুটবলারের জন্য স্বপ্নের ক্লাব বার্সিলোনা। জাভির কাছেও তার ব্যতিক্রম কিছু না। যে কারণে ন্যু ক্যাম্পে থেকেই নিজেকে সৌভাগ্যবান বলে মন্তব্য করেছেন জাভি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি এমন একটা ক্লাবে আছি যেখানে খেলার স্বপ্ন দীর্ঘদিন ধরেই দেখেছিলাম। আর সেটা বার্সিলোনা। এখানে নিজেকে আমি সৌভাগ্যবান মনে করি। ফুটবল আমার জীবন। আমি কখনোই বার্সিলোনা ছাড়তে চাই না।’ বার্সিলোনার যুব একাডেমিতে ক্যারিয়ারের প্রথম তিনটি বছর কাটিয়েছেন জাভি। ১৯৯৮ সালে যোগ দেন মূল দলে। এরপর আর কখনোই পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি তাকে। দেড় দশকেরও বেশি সময় সাফল্যের সঙ্গে খেলে যাচ্ছেন তিনি। আর ৩৪ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডারের স্বপ্ন ন্যু ক্যাম্পে থেকেই বুটজোড়া তুলে রাখার। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি কখনোই বার্সিলোনা ছাড়তে চাই না। ক্যারিয়ারের শেষ পর্যন্ত এখানেই খেলে যেতে চাই আমি। বার্সিলোনায় এখন আরও বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। যতদিন সম্ভব এখানে খেলে যেতে চাই। অবসরের সিদ্ধান্তটা কখন নেব তা এখনও বলতে পারছি না। এখন দলে অনেক তরুণ খেলোয়াড়ের আগমন ঘটছে। আমাদের লক্ষ্য বার্সিলোনাকে শক্তিশালী দল হিসেবে গড়া। যদি আমাকে সাইড বেঞ্চে বসে থাকতে হয় তাতেও কোন সমস্যা নেই।’ গত মৌসুমে কোন শিরোপা জিততে পারেনি বার্সিলোনা। অথচ কয়েক মৌসুম আগেও এককভাবে আধিপত্য বিস্তার করেছে স্প্যানিশ ক্লাবটি। বিশেষ করে পেপ গার্ডিওলার সময়ে। আর গার্ডিওলা ছেড়ে যাওয়ার পর থেকেই বিপর্যয়ে পড়ে কাতালান ক্লাবটি, যা এখনও কাটিয়ে উঠতে পারেনি বলে মনে করেন জাভি। এ বিষয়ে জাভি হার্নান্দেজ বলেন, ‘গার্ডিওলার যুগটা ছিল চমৎকার। টিটোর সময়েও তা ধরে রেখেছিলাম আমরা। গত বছরে কোন শিরোপা জিততে পারিনি আমরা। কিন্তু আশা করি এই মৌসুমে সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে পারব। গার্ডিওলা যা অর্জন করে দিয়ে গেছেন তার পুনরাবৃত্তি ঘটানোটা কঠিন। কারণ অন্য দলগুলো আমাদের নিয়ে গবেষণা করে। যে কারণে সেই উপভোগ্য স্টাইলে ফেরাটা কঠিন।’ স্প্যানিশ লীগের শেষ ম্যাচে কর্ডোভার বিপক্ষে জয় পেয়েছে বার্সা।
×