ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইবোলার প্রাদুর্ভাব এখনও নিয়ন্ত্রণে আসেনি ॥ জাতিসংঘ

প্রকাশিত: ০৪:৫৬, ২৬ ডিসেম্বর ২০১৪

ইবোলার প্রাদুর্ভাব এখনও নিয়ন্ত্রণে আসেনি ॥ জাতিসংঘ

পশ্চিম আফ্রিকার একটি বিরাট অংশে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস ইবোলার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রগতি সত্ত্বেও রোগটি এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিড নাবারো একান্ত সাক্ষাতকারে একথা বলেন। খবর সিনহুয়ার। সিয়েরালিয়নের পশ্চিমাঞ্চল ও গিনির কিছু এলাকায় সংক্রমণের কারণ পুরোপুরিভাবে জানা যায়নি। এদিকে লাইবেরিয়ার ইবোলা পরিস্থিতি ব্যাপকভাবে নিয়ন্ত্রণে রয়েছে। ডেভিড নাবারোকে সেপ্টেম্বর মাসে ইউএন মিশন ফর ইবোলা ইমারজেন্সি রেসপন্স (ইউএনএমইইআর)-এর সমন্বয় বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নাবারোর দায়িত্ব গ্রহণের পর থেকেই সিয়েরালিয়নের পূর্বাঞ্চলীয় অংশে ইবোলা রোগের প্রাদুর্ভাব হ্রাস পেয়েছে। তবে এ সময়ের মধ্যে পার্শ্ববর্তী গিনিতে রোগটির প্রাদুর্ভাব বেড়েছে।
×