ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভুট্টা বেচে জীবিকা

প্রকাশিত: ০৪:৪৫, ২৬ ডিসেম্বর ২০১৪

ভুট্টা বেচে জীবিকা

জামাল উদ্দিন (৪৫) ভাগ্য বদলাতে গ্রাম ছেড়ে রাজধানীতে এসেছিলেন। আপ্রাণ চেষ্টা করেও ভাল কোন উপায় খুঁজে পাননি আয় রোজগারের। সিদ্ধান্ত নেন অল্প পুঁজির কোন ব্যবসা করবেন। সিদ্ধান্ত অনুযায়ী কিছু পুঁজি নিয়ে শুরু করেন ভুট্টার ব্যবসা। প্রতিবছর বিশেষ করে শীতকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তিনি এই ব্যবসা করে থাকেন। তবে বছরের অন্যান্য সময় বিভিন্ন ফলমূলেরও ব্যবসা করেন তিনি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি দরে কিনে রাজধানী ঢাকায় এসব বিক্রি করেন জামাল। ভুট্টা বিক্রির জন্য আগুনে পুড়িয়ে অথবা ভেজে ক্রেতাদের জন্য তৈরি করে রাখেন তিনি। প্রতিপিস ভুট্টার ছড়া ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বিক্রি করেন। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৃহস্পতিবার ছবিটি তোলেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×