ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএসএফের গুলিতে চুয়াডাঙ্গায় ফের বাংলাদেশী নিহত

প্রকাশিত: ০৪:৪৩, ২৬ ডিসেম্বর ২০১৪

বিএসএফের গুলিতে চুয়াডাঙ্গায় ফের বাংলাদেশী নিহত

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৫ ডিসেম্বর ॥ জেলার জীবননগরের মেদেনীপুর হরিহরনগর সীমান্তে বিএসএফের গুলিতে মশিউর রহমান মশি নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আহতরা হচ্ছেন হরিহরনগর গ্রামের আব্দুল জলিল ও আব্দুল আজিজ। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে। এলাকাবাসী নিহত গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বিজিবি ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে মশিউর রহমান মশি (৩৫) ও তাঁর সহযোগীরা মিলে বৃহস্পতিবার সকালে ভারত থেকে অবৈধ পথে গরু আনতে যান। তাঁরা বিকেল চারটার দিকে ভারত থেকে গরু নিয়ে ৬৩ নম্বর মেইন পিলারের কাছে পৌছালে ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় গুলির আঘাতে গরু ব্যবসায়ী মশিউর রহমান মশি ঘটনাস্থালেই নিহত হন। এলাকাবাসী তাঁর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এদিকে এ সময় অন্য সহযোগীরা পালিয়ে প্রাণে রক্ষা পেলেও আব্দুল জলিল ও আব্দুল আজিজ আহত হন। আহতদের জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে কড়া প্রতিবাদ জানানো হয়েছে ।
×