ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘ নেড়িকুত্তার মতো পিটামু ...’

প্রকাশিত: ০৪:৩৬, ২৬ ডিসেম্বর ২০১৪

‘ নেড়িকুত্তার মতো  পিটামু ...’

স্টাফ রিপোর্টার ॥ ছাত্র রাজনীতি নিয়ে এক সময় অহঙ্কার করা হতো। দিন বদলেছে। বদলে গেছে সময়। কোন কিছুই যেন আগের মতো নেই। ছাত্ররা শিক্ষা ও সামাজিক বিষয় নিয়ে তেমন একটা কাজ করে না। ব্যক্তিগত স্বার্থ ও সহিংসতায় পারদর্শী অনেকে। যা অনেককেই হতাশ করে। জাতির ভবিষ্যত নিয়ে তৈরি করে আশঙ্কা। বুধবার লাঠি বহরসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আদালতে হাজির হওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও বিএনপির সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের রাজধানীতে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনা নিয়ে আলোচনা চলছে দেশজুড়ে। এই ঘটনা আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল ছাত্ররা তাদের মূল ধারাচ্যুত হয়েছে। হাতে উঠেছে অস্ত্র। অন্যদিকে বিএনপির লাঠিয়ালরা আওয়ামী লীগের এমপি ছবি বিশ্বাসের গাড়িতে আগুন দিয়ে তাঁকে আহত করে। এই সহিংসতার ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এ ধরনের কাজ অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, এটা না হলে বিএনপির বড় নেতাদের নেড়িকুত্তার মতো পেটানো হবে বলে হুমকি দেন। বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ছাত্রলীগ সাধারণ সম্পাদক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে এ হুমকি দেন। সিদ্দিকী নাজমুল আলম তাঁর ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘তিন দিনের মধ্যে ছবি বিশ্বাসের ওপর হামলার জবাব দেব। ডাক্তার বলছিল আরও কয়টা দিন থাকতে, আর থাকতে পারলাম না কুকুরদের ঘেউ ঘেউয়ের কারণে। নেড়িকুত্তার মতো পিটামু বিএনপির বড় নেতাদের।’ উল্লেখ্য, স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাঙ্ককে ছিলেন নাজমুল। বুধবার দেশে ফেরার পর এ স্ট্যাটাস দেন তিনি।
×