ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনীর পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট উদ্বোধন

প্রকাশিত: ০৫:২৭, ২৫ ডিসেম্বর ২০১৪

সেনাবাহিনীর পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট  উদ্বোধন

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি) এবং আর্মি ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের (এআইবিএ) মোট পাঁচটি পৃথক ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার মিরপুর সেনানিবাসস্থ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন লে. জেনারেল মোল্লাহ ফজলে আকবর, এনডিসি, পিএসসি, কমান্ড্যান্ট এনডিসি, বাংলাদেশ ব্যাংকের সবেক গবর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন মেজর জেনারেল শেখ মামুন খালেদ, এসইউপি, পিএসসি, ভিসি বিইউপি, কামাল উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়। সৈয়দপুর, কাদিরাবাদ, ও কুমিল্লায় স্থাপিত বাংলাদেশ ইউনিভার্সিটি আর্মি অব এ্যান্ড টেকনোলজি এর ওয়েবসাইট যথাক্রমেwww.baustsaidpur.org, www.baustqadirabad.org, www.baustcomilla.org এবং সাভার ও জালালাবাদে স্থাপিত আর্মি ই›সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন এর ওয়েবসাইট যথাক্রমেwww.aibasavar.org, www.aibajalalabad.org . -আইএসপিআর
×