ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেহেন্দিগঞ্জে কাগজেকলমেই সীমাবদ্ধ আনন্দ স্কুলের কার্যক্রম

প্রকাশিত: ০৫:১৬, ২৫ ডিসেম্বর ২০১৪

মেহেন্দিগঞ্জে কাগজেকলমেই সীমাবদ্ধ আনন্দ স্কুলের কার্যক্রম

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ও ঝরেপড়া দরিদ্র শিশুদের পড়াশোনার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিশু প্রকল্পের আওতায় পরিচালিত আনন্দ স্কুলের শিক্ষকরা নিয়মিত বেতন-ভাতা এবং শিক্ষার্থীদের নামে বরাদ্দকৃত শিক্ষাবৃত্তির টাকা উত্তোলন করে নিলেও বাস্তবে কোন স্কুলেরই অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। ঘটনাটি জেলার একমাত্র দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের। ওই উপজেলার ১৩টি ইউনিয়নে কেবল কাগজেকলমে সীমাবদ্ধ রয়েছে আনন্দ স্কুলের কার্যক্রম। জানা গেছে, দু’বছর পূর্বে শুরু হওয়া উপজেলার ১৩টি ইউনিয়নে ১৩০টি আনন্দ স্কুলে প্রায় চার হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে কিন্তু অধিকাংশ এলাকায় গিয়ে কাগজেকলমের এসব বিদ্যালয়ের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়রা এসব বিদ্যালয় কিংবা কারা শিক্ষক-শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন কিংবা কারাইবা শিক্ষার্থী তাও বলতে পারছেন না। উপজেলার কালিকাপুর গ্রামের মেইকার বাড়ির সম্মুখের গফুর মাস্টার আনন্দ স্কুলের কার্যক্রম দেখতে গেলে স্থানীয়রা সাংবাদিকদের জানান, তারা বিদ্যালয়টি সম্পর্কে কিছুই জানেন না। অপর একটি সূত্রে জানা গেছে, সরকারীভাবে বরাদ্দকৃত শিক্ষকদের জন্য বেতন-ভাতা ও শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির টাকা নিয়মিতভাবে মাসের নির্ধারিত তারিখে উত্তোলন করে নেয়া হয়। টাকা নেয়ার মধ্যেই কেবল সীমাবদ্ধ থাকা আনন্দ স্কুল সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার খালেদ মোহাম্মদ জাকী বলেন, বিষয়টি আমার জানা নেই।
×