ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোচ মারুফের শাস্তি প্রত্যাহার

প্রকাশিত: ০৪:৫৫, ২৫ ডিসেম্বর ২০১৪

কোচ মারুফের শাস্তি প্রত্যাহার

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেন শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেডের কোচ মারুফুল হক। গত মৌসুমে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের কোচ থাকাকালীন সময়ে এই ফেব্রুয়ারিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার ফুটবল লীগ কমিটি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করার অপরাধে গত আগস্টে তাঁকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল বাফুফে। পরে গত সেপ্টেম্বরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির সভায় মারুফুল হক আপীল করেন। সেই আপীলের রায়ে বাফুফে ডিসিপ্লিনারি কমিটি এক বছরের বহিস্কারাদেশ কমিয়ে ছয় মাস করে। এছাড়া তাঁকে ৩০ হাজার টাকার যে জরিমানা করা হয়েছিল, সেটাও মওকুফ করে আপীল কমিটি। সেই ছয় মাসের চার মাস পূর্ণ হয় বুধবার। এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘মারুফুল বাংলাদেশের একজন প্রথম সারির ফুটবল কোচ। তাঁকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি কর্তৃক এক বছরের বহিস্কারাদেশ দেয়া হয়েছিল। যেটি বাফুফের আপীল কমিটি কর্তৃক ছয় মাস করা হয়েছে। সেই বহিস্কার আদেশের বিষয়ে মারুফুল হক বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বরাবর একটি দরখাস্ত করেন। যেহেতু তাঁর বহিস্কার আদেশের ছয় মাসের মধ্যে চার মাস অতিক্রম হয়েছে, সে কারণে তিনি একটি বিশেষ দরখাস্ত দিয়েছেন, তাঁর এ বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য।’ মারুফুলের নিষেধাজ্ঞা বাফুফে বুধবার থেকে উঠিয়ে নেয়। সোহাগ পরিশেষে বলেন, ‘আমরা তাঁর জন্য শুভকামনা করছি।
×