ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বকাপ মাথায় রেখে খেলিনি ॥ নাসির

প্রকাশিত: ০৪:৫১, ২৫ ডিসেম্বর ২০১৪

বিশ্বকাপ মাথায় রেখে খেলিনি ॥ নাসির

স্পোর্টস রিপোর্টার ॥ হঠাৎ করেই অফফর্মে চলে গেলেন। জাতীয় দল থেকেও ছিঁটকে পড়লেন নাসির হোসেন। এখন দলে স্থান করে নেয়াই কঠিন হয়ে পড়েছে। কিন্তু বুধবার মোহামেডানের বিপক্ষে আবাহনীর হয়ে ৬৯ বলে ৫ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৮২ রানের যে ইনিংসটি খেলেছেন, যে ইনিংসে দলও জিতেছে; এরপর বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতেই পারেন নাসির। তবে বিশ্বকাপ নয়, দলের জয়ের কথা মাথায় রেখেই খেলেছেন বলে জানালেন নাসির। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে নাসিরের বলা কথাগুলোর সারসংক্ষেপ এখানে তুলে ধরা হলো। প্রশ্ন ॥ বিশ্বকাপ দলে থাকার পথে এটা একটি পদক্ষেপ কি না? নাসির হোসেন ॥ আমি যদি বিশ্বকাপের জন্য খেলি তবে আমার জন্য পারফর্ম করা একটু কঠিন হয়ে যাবে। আমাকে ভাল খেলতে হবে বিশ্বকাপে খেলতে হবে এমন কিছু আমার মাথায় ছিল না। আমি যখন নেমেছি দলের অবস্থা মাথায় রেখে আমি চেষ্টা করেছি ওভাবে খেলার জন্য। আমি পারফর্ম করে যে জাতীয় দলে খেলব এমন কিছু ছিল না। প্রশ্ন ॥ এই পারফর্মেন্সটা কি দলে সুযোগ পাওয়ার দাবিটা জোরাল করেছে? নাসির ॥ আমার এমন কোন দাবি নেই। এটা দেখার জন্য নির্বাচকরা আছে। বোর্ড অফিসিয়ালরা আছে তারা দেখবে। প্রশ্ন ॥ আপনার কাছে কি মনে হচ্ছে আপনি পুরনো টাচটা ফিরে পেয়েছেন? নাসির ॥ আন্তর্জাতিক খেলা এবং প্রিমিয়ার লীগ খেলা দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। ওই খানে পারফর্ম করা এত সহজ নয়। আমি যেখানেই খেলি না কেন সেখানেই পারফর্ম করার চেষ্টা করি। টাচে আছি কিনা এটা বলা কঠিন। আন্তর্জাতিক এটা অন্য পরিবেশে খেলা হয়। প্রশ্ন ॥ কোন ইনজুরি হয়েছে কী? নাসির ॥ না ইনজুরি হয়নি। আমি পানি কম খাই সাধারণত। তাই হয়ত আমার কাপ মাসলে একটু টান লেগেছে। প্রশ্ন ॥ এই ইনিংসটা কিছুটা হলেও কি আপনাকে রিলিফ দিচ্ছে? নাসির ॥ ব্যাটসম্যানদের জন্য প্রতিটি ইনিংসই গুরুত্বপূর্ণ। যে কোন পর্যায়ের খেলাই হোক না কেন রান করলে সেটা খুব গুরুত্বপূর্ণই। ক্যারিয়ারে এবং আত্মবিশ্বাসে এটা অনেক সাহায্য করবে। সে রকমই একটা ইনিংস এটা আমার। যা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। প্রশ্ন ॥ আবাহনী-মোহামেডানের খেলায় যে পারিপাশ্বিক অবস্থা বিরাজ করে আপনার কাছে কি মনে হয়ছে? নাসির ॥ আবাহনী-মোহামেডান ম্যাচ বাংলাদেশের ঘরোয়া লীগে এটা বড় ম্যাচ। আসলে এমন কোন কিছুই ছিল না আমার মধ্যে। এই টাইপের দলের বিপক্ষে খেলতে আমার ভাল লাগে। চেষ্টা করি যে জয়ের পেছনে আমার যেন অবদান থাকে। প্রশ্ন ॥ যখন মাঠে নামলেন তখন মনে হয়েছিল কী ম্যাচটা বের করতে পারবেন? নাসির ॥ নামার সময় মনে হয়েছে ম্যাচটা অনেক সহজে জিতব। কিন্তু যত সময় যাচ্ছিল তত সময় কঠিন হয়ে আসছিল।
×