ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীনের পররাষ্ট্রমন্ত্রী ২৭ ডিসেম্বর ঢাকা আসছেন

প্রকাশিত: ০৬:৪১, ২৪ ডিসেম্বর ২০১৪

চীনের পররাষ্ট্রমন্ত্রী ২৭ ডিসেম্বর ঢাকা আসছেন

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির অগ্রগতি আলোচনা করতে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী ওয়াং আই। আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় আসছেন তিনি। ঢাকা সফরকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এছাড়া চীনের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশে বেশ কয়েকটি কর্মসূচী পরিকল্পনার বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে। আঞ্চলিক যোগাযোগেও বিষয়টি গুরুত্ব পাবে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই বৈঠকে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই ২৭ ডিসেম্বর সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। ২৮ ডিসেম্বর বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী দ্বি-পক্ষীয় বৈঠকে মিলিত হবেন। ২৯ ডিসেম্বর চীনের পররাষ্ট্রমন্ত্রী সফর শেষে ঢাকা ত্যাগ করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ওয়াং আই রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্যের সঙ্গেও বৈঠক হতে পারে।
×