ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় জিপি অপসারণ দাবিতে ভূমিহীন সমিতির বিক্ষোভ

প্রকাশিত: ০৫:০৫, ২৪ ডিসেম্বর ২০১৪

সাতক্ষীরায় জিপি অপসারণ দাবিতে ভূমিহীন সমিতির বিক্ষোভ

রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা জজকোর্টের জিপি গাজী লুৎফরের অপসারণের দাবিতে জেলা ভূমিহীন সমিতি বিক্ষোভ মিছিল সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে। মঙ্গলবার সকাল ১০টায় শহরের ইটাগাছা হাটের মোড়ের জেলা ভূমিহীন সমিতির সভাপতি আবুল খায়ের সরদারের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভূমি কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, জেলা ভূমিহীন সমিতির উপদেষ্টা আজাদ হোসেন বেলাল, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, জেএসডির কেন্দ্রীয় নেতা সুধাংশু সরকার, জেলা ভূমিহীন সমিতির উপদেষ্টা ওহাব আলী সরদার, জেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, নোড়ারচকের ভূমিহীন সমিতির প্রধান উপদেষ্টা শহীদুল্লাহ গাজীসহ বিভিন্ন নেতৃবৃন্দ। জেলা ভূমিহীন সমিতির সভাপতি আবুল খায়ের সরদার ও সাধারণ সম্পাদক আলীনুর খান বাবুল স্বাক্ষরিত প্রধানমন্ত্রীর কাছে দেয়া স্মারকলিপিতে বলা হয়, সাতক্ষীরা জেলা জজকোর্টের গভারমেন্ট প্লিøডার (জিপি) গাজী লুৎফর রহমান জিপি হওয়ার পর থেকেই ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে সরকারী খাস ও অর্পিত সম্পত্তি নিজের লোকদের দিয়ে রিসিভার গ্রহণ করছেন। এ ছাড়া বিভিন্ন সময়ে সাধারণ একটি মামলা করে সরকারী সম্পত্তি আত্মসাতে লিপ্ত রয়েছেন।
×