ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাথরঘাটায় সোনালী ব্যাংকে ভুয়া হিসাব খুলে কৃষি ঋণ আত্মসাত

প্রকাশিত: ০৫:০৪, ২৪ ডিসেম্বর ২০১৪

পাথরঘাটায় সোনালী ব্যাংকে ভুয়া হিসাব খুলে কৃষি ঋণ আত্মসাত

সংবাদদাতা,পাথরঘাটা, ২৩ ডিসেম্বর ॥ বরগুনার পাথরঘাটা শাখা সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মো. সামসুল হক ও মাঠকর্মী গোলাম সরোয়ারসহ পাঁচ দালালের বিরুদ্ধে কৃষিঋণ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পাথরঘাটা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সোমবার (২২.১২.১৪) দুপুরে কৃষিঋণের ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়। মোঃ সামসুল হক বর্তমানে বরগুনা কোর্ট বিল্ডিং শাখার নির্বাহী কর্মকর্তা ও গোলাম সরোয়ার মাঠকর্মী হিসেবে পাথরঘাটা শাখায় কর্মরত রয়েছেন। মামলার সত্যতা নিশ্চিত করে বাদীর আইজীবী মো. জাবির হোসেন বলেন, সোমবার দুপুরে বিচারক মামলার আদেশে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি রুজু (এফআইআর) করার নির্দেশ দেন। মামলার আর্জি ও বাদী মো. আবুল বাশারের সঙ্গে কথা বলে জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের স্থায়ী বাসিন্দা মো. আবুল বাশারের নামে গত ৭ আগস্ট সোনালী ব্যাংক পাথরঘাটা শাখায় একটি ভুয়া কৃষিঋণ উত্তোলন করা হয়। পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোটটেংরা গ্রামের ঠিকানা দিয়ে ওই ঋণের ৩০ হাজার টাকা মঞ্জুর করা হয়েছে। মঞ্জুরকৃত ৩০ হাজার টাকা সোনালী ব্যাংকের স্থানীয় ৫ দালাল ও মাঠকর্মী গোলাম সরোয়ারের সহযোগিতায় পাথরাঘাটা শাখার সাবেক ব্যবস্থাপক মো. সামসুল হক আত্মসাত করেছেন। ব্যাংকে জমা দেয়া ওই ঋণ গ্রহিতার জাতীয় পরিচয়পত্র, জমিজমার কাগজপত্র ও পর্চা ভুয়া, জালজালিয়াতি এবং নকল করে এ ঋণ উত্তোলন করা হয়।
×