ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৪ জনকে গণধোলাই

সীতাকুণ্ডে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গাড়িতে আগুন

প্রকাশিত: ০৫:০৪, ২৪ ডিসেম্বর ২০১৪

সীতাকুণ্ডে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গাড়িতে আগুন

নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ২৩ ডিসেম্বর ॥ সীতাকুণ্ডে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে হ্যান্ডকাপ পরিয়ে অপহরণের সময় চার অপহরণকারীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। এ সময় উত্তেজিত লোকজন অপহরণকারীদের বহনকারী মাইক্রোবাসে পুড়িয়ে দেয়। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি মাদাম বিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় যান চলাচল বন্ধ হয়ে গেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শীতলপুর চৌধুরীঘাটা এলাকার সিয়াম এন্টারপ্রাইজের মালিক জহির উদ্দিন ব্যবসায়ীক কাজে ইসলামী ব্যাংক অলঙ্কার শাখা থেকে দেড় লাখ টাকা উত্তোলন শেষে অটোরিক্সা নিয়ে উপজেলার ফৌজদার হাট আব্দুল্লাঘাটা এলাকা অতিক্রমকালে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো ৫৪-৮৮৯) অটোরিক্সার গতি রোধ করে সামনে দাঁড়িয়ে যায়। এ সময় মাইক্রোবাস থেকে চার অপহরণকারী নেমে নিজেদের ডিবি পরিচয় দিয়ে ব্যবসায়ীকে হ্যান্ডকাপ পরিয়ে প্রাইভেটকারে তুলে নেয়। ব্যবসায়ীকে অপহরণের খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদাম বিবিরহাট এলাকায় ব্যারিকেড সৃষ্টি করে অপহরণকারীসহ মাইক্রোটিকে আটক করে। এ সময় উত্তেজিত লোকজন ৪ অপহরণকারীকে ধরে গণধোলাই দিয়ে মাইক্রোবাসটি পুড়িয়ে দেয়। সীতাকু- থানার এসআই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার অপহরণকারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেকে) প্রেরণ করেন। আটক চার অপহরণকারীর মধ্যে এনাম (৩৪) ও বেলাল (৪০) দু’জনের নাম পাওয়া গেলে অন্যদের পরিচয় এখানও জানা যায়নি। হাসপাতালে চিকিৎসাধীন আহত অপহরণকারীদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
×