ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফার্মগেটের ওভার ব্রিজটি দীর্ঘদিন যাবত বন্ধ ॥ জনদুর্ভোগ চরমে

প্রকাশিত: ০৪:৫২, ২৪ ডিসেম্বর ২০১৪

ফার্মগেটের ওভার  ব্রিজটি দীর্ঘদিন  যাবত বন্ধ ॥ জনদুর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ফার্মগেট আনন্দ সিনেমা হলসংলগ্ন অত্যন্ত প্রয়োজনীয় ফুটওভারব্রিজটি দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপোযোগী হয়ে বন্ধ রয়েছে। এই ব্রিজটি দিয়ে ফার্মগেটের আশপাশের বেশ কয়েকটি স্কুল-কলেজের ছাত্রছাত্রী ছাড়াও সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজনের ছিল নিত্য পারাপার। দীর্ঘদিন যাবত ওভারব্রিজটি বন্ধ থাকায় রাস্তা পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ‘ঝুঁকিপূর্ণ ফুটওভারব্রিজ, পারাপার নিষেধ’ নিদের্শনা সংবলিত সাইনবোর্ড টানিয়েই দায়িত্ব শেষ করেছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কেউ জানেন না কবে শুরু হবে এর মেরামত কার্যক্রম। ফার্মগেটে এটি ছাড়া আরও দুটি ওভারব্রিজ থাকলেও তেজগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, হলিক্রস স্কুল এ্যান্ড কলেজ, তেজগাঁও সরকারী বিজ্ঞান স্কুল এ্যান্ড কলেজের অধিকাংশ ছাত্রছাত্রী সুবিধাজনক কারণে এটিই ব্যবহার করত। ফলে আনন্দ সিনেমা হলের পাশের এই ওভারব্রিজ বন্ধ থাকায় কষ্ট ও ভোগান্তিতে রয়েছে তারা। ছাত্রছাত্রী, শিক্ষক, ঘটনার প্রত্যক্ষদর্শী বেশ কয়েক জনের সঙ্গে কথা বলে জানা যায় এমনটি। জানা যায়, নগরীর অন্যতম এই ব্যস্ত এলাকার ফুটওভারব্রিজটি বন্ধ করে দেয়া হয় গত রমজান মাসে। প্রায় ৬ মাস যাবত বন্ধ আছে ব্রিজটি। ফার্মগেটের দ্বিতীয় ওভারব্রিজ খ্যাত এই ব্রিজে ফাটল দেখা দিলে তা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৫ এর অঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ বলেন, ওভারব্রিজের মেরামত সম্পর্কিত বিষয়টি আমাদের নজরে আছে। নগর ভবন থেকে মেরামতের বিষয়ে মৌখিকভাবে নির্দেশনা দেয়া হয়েছে।
×