ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৪ জানুয়ারি ঈদ-ই মিলাদুন্নবী

প্রকাশিত: ০৪:৩৮, ২৪ ডিসেম্বর ২০১৪

৪ জানুয়ারি  ঈদ-ই মিলাদুন্নবী

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৪ জানুয়ারি রবিবার উদযাপিত হবে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.)। আরবী ১৪৩৬ হিজরীর রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ বুধবার থেকে আরবী রবিউল আউয়াল মাসের গণনা শুরু হবে। এ হিসেবে আগামী ১২ রবিউল আউয়াল (৪ জানুয়ারি) উদযাপিত হবে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) এর আগে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান। বিশ্বের মুসলমানদের কাছে ঈদ-ই-মিলাদুন্নবী একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠান। এই দিনে প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.) জন্ম ও মৃত্যুবরণ করেন। এ দিনটি স্মরণ করতেই প্রতি বছর পালন করা হয় ঈদ-ই-মিলাদুন্নবী।
×