ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এস এস সি পরীক্ষার পড়াশোনা

প্রকাশিত: ০৫:৩৬, ২৩ ডিসেম্বর ২০১৪

এস এস সি পরীক্ষার পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) বহুনির্বাচনি-৩৫ সুধীর বরন মাঝি, শিক্ষক, ডক্টর মালিকা কলেজ , ঢাকা। ২০। ফুটবল খেলায় সবচেয়ে বেশি প্রয়োজন শক্তি দম ও - (ক) ক্ষিপ্রতা (খ) কৌশল (গ) উপস্থিত বুদ্ধি (ঘ) নমনিয়তা । ২১। মেয়েদের শারীরিক পরিবর্তনের ফলে আচরনে - (ক) চতুর হয় (খ) সাহসী হয় (গ) সংকোচ ও লজ্জাভাব দেখা যায় (ঘ) বিনয়ী হয়। ২২। ব্যায়ামের ফলে হৃৎপিন্ডের পেশী - (ক) সহনীয় হয় (খ) শক্তিশালী হয় (গ) ছিঁড়ে যায় (ঘ) সরু হয় । ২৩। একজন সাধারণ ব্যক্তির ক্ষেত্রে হৃৎপিন্ড প্রতি মিনিটে কত বার পাম্প করে ? (ক) ১২০ মিলিমিটার (খ) ১৩০ মিলিমিটার (গ) ১৪০ মিলিমিটার (ঘ) ১৫০ মিলিমিটার। ২৪। খেলাধুলা ও ব্যায়াম করলে টিস্যুগুলো - (ক) বড় হয় না (খ) সংখ্যায় বৃদ্ধি পায় (গ) মোটা ও শক্তিশালী হয় (ঘ) চিকন ও শক্তিশালী হয়। ২৫। অনুচক্রিকা সৃষ্টি হয় - (ক) বৃহদকার কোষ ভেঙ্গে (খ) হৃৎপিন্ডের মাধ্যমে (গ) পেশীর মাধ্যমে (ঘ) অভ্যন্তরীন গঠনের মাধ্যমে । ২৬। দ্রুততার সাথে কাজ সমাপ্ত করতে পারাকেই বলে ? (ক) শক্তি (খ) দম (গ) গতি (ঘ) ক্ষিপ্রতা। ২৭। ১০০ মিটার দৌড়ের জন্য কোন অঙ্গের শক্তি বাড়নোর বেশি প্রয়োজন ? (ক) হাতের (খ) পায়ের মাংস পেশীর (গ) বুকের (ঘ) কোমরের । ২৮। ভলিবল খেলার জন্য কোন অঙ্গের বেশি শক্তি প্রয়োজন ? (ক) হাত (খ) পা (গ) তল পেট (ঘ) কোমরের । ২৯। কর্মক্ষমতা সাময়িক ভাবে হ্রাস পায় - (ক) অতিরিক্ত খাবারে (খ) অতিরিক্ত বিশ্রামে (গ) অতিরিক্ত কাজ ও বিশ্রামে (ঘ) অতিরিক্ত ঘুমে । ৩০। একটি কাজের জয়লাভ আরেকটি কজের প্রতি - (ক) আগ্রহ (খ) অনাগ্রহ (গ) অসঙ্গতি (ঘ) আতœবিশ্বাস । ৩১। ২০১৪ সালের আই পি এল চ্যম্পিয়ান কোন দল ? (ক) কলকাতা নাইট রাইর্ডাস (খ) কিংপাঞ্জাব (গ) রয়েল চালেঞ্জাজর্স (ঘ) মোম্বাই ইন্ডিয়ান। ৩২। যুব ও ক্রীড়া মন্ত্রনালয় ও শিক্ষামন্ত্রনালয়ের মধ্যে ভৌত অবকাঠামো ও খেলাধুলার ব্যাপকতা বৃদ্ধি ও মান উন্নয়নে কোন সালে সমঝেতা স্মারক স্বাক্ষরিত হয় ? (ক) ২০০১ সালে (খ) ২০০২ সালে (গ) ২০০৩ সালে (ঘ) ২০০৪ সালে। ৩৩। এককোষী জীব থেকে প্রতিনিয়ত পরিবর্তন ও বিবর্তনের সর্বশেষ মানুষ্য আকৃতি মতবাদ টি কার ? (ক) হেগেলের (খ) হপসের (গ) নিউটনের (ঘ) ডারউইনের। ৩৪। আতœ বিশ্বাস মানুষকে - (ক) লক্ষ্যে পৌছাতে সাহায্য করে (খ) মানসিক দূর্বলতার সৃষ্টিকরে (গ) হতাশ করে (ঘ) মানবিক করে। ৩৫। দুজন মানুষের মধ্যে দেহিক ভাবে মিল থাকলে ও আচরনের ক্ষেত্রে – (ক) ভিন্নতা আছে (খ) ভিন্নতা নেই (গ) পরিবেশের উপর নির্ভর করে (ঘ) স্বাভাবিক। উত্তর ১৯। (ক) ২০। (ক) ২১। (গ) ২২। (খ) ২৩। (খ) ২৪। (গ) ২৫। (ক) ২৬। (ঘ) ২৭। (খ) ২৮। (ক) ২৯। (গ) ৩০। (ঘ)৩১। (ক) ৩২। (খ) ৩৩। (ঘ) ৩৪। (ক) ৩৫। (ক)
×