ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাগর বর্জ্যে হুমকির মুখে প্রবাল

প্রকাশিত: ০৫:৩১, ২৩ ডিসেম্বর ২০১৪

সাগর বর্জ্যে হুমকির মুখে প্রবাল

দূষণ ক্ষতিগ্রস্ত করছে প্রবাল প্রাচীরকে। প্রবাল ক্ষতিগ্রস্ত হওয়ায় এর ওপর নির্ভরশীল বাস্তুসংস্থান। এসব দূষণের ৮০ ভাগের উৎপত্তি স্থলভাগে। সমুদ্র তীরবর্তী এলাকা মানববসতি সম্প্রসারণের ফলে বদলে যাচ্ছে ভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্য। দূষিত হতে শুরু করেছে সাগরের পানি। ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফি সোমবার আন্দামানে অনুষ্ঠিত সার্কের এক কর্মশালায় জানিয়েছেন সাগরের আবর্জনা প্রবাল বিশেষ করে ভারত মহাসাগরীয় প্রবাল প্রাচীরকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। এসব আবর্জনার মধ্যে আছে প্লাস্টিক, গ্লাস থেকে শুরু করে নানা রকম ইলেকট্রনিক সামগ্রী। এছাড়া আছে নানা রকম ধাতব ও রাসয়নিক বর্জ্য প্রবাল ধ্বংস হলে জলজ প্রাণীর বাস্তু সংস্থান ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে বলে সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে। -দ্য হিন্দু অনলাইন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের পরাস্ত করতে পারেননি পুতিন, ওবামা রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, পুতিন তার কৌশল দিয়ে পশ্চিমাদের পরাস্ত করতে পারবেন না। রবিবার সিএনএনএ’র স্টেট অব দ্য ইউনিয়ন অনুষ্ঠানে যোগ দিয়ে ওবামা এ কথা বলেন। তিনি বলেন, রাশিয়ার বর্তমান অর্থনৈতিক সঙ্কটই প্রমাণ করে যে পুতিন আমাকে (ওবামা) এবং যুক্তরাষ্ট্রকে পরাস্ত করতে পারেননি। আবার বর্তমান প্রেক্ষাপটে পুতিনকে যে দাবাড়ু বলা হচ্ছে এ বিষয়টিও উড়িয়ে দেন ওবামা। তিনি বলেন, ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে পুতিন তার কৌশল দিয়ে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের পরাস্ত করতে চেয়েছিলেন। কিন্তু বর্তমানে রুবলের পতন, বড় ধরনের অর্থনৈতিক সঙ্কটসহ অন্যান্য সমস্যার মধ্যে রয়েছেন পুতিন। -এনডিটিভি ও এএফপি
×