ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দাবায় রাজীব অপরাজিত চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৫:২৯, ২৩ ডিসেম্বর ২০১৪

দাবায় রাজীব অপরাজিত চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন হোম এ্যাপ্লায়েন্স বিজয় দিবস আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী দাবা দলের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। একই দলের অপর গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব সমান পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে অপরাজিত রানারআপ হন। তবে সমান ৭ পয়েন্ট সংগ্রহ করে পাঁচ দাবাড়ু টাইব্রেকিংয়ে যথাক্রমে ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেডের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল তৃতীয়, নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর চতুর্থ, একই দলের ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম পঞ্চম, লিওনাইন চেস ক্লাবের ফিদেমাস্টার মেহেদি হাসান পরাগ ষষ্ঠ এবং মীর চেস ক্লাবের আনিসুজ্জামান জুয়েল সপ্তম হন। সাড়ে ছয় পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে গোলাম মোস্তফা ভুঁইয়া অষ্টম, নয়ন কুমার মোহন্ত নবম ও আবদুল্লাহ্ আল সাইফ দশম স্থান পান। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পান ৮ জন। তাঁরা হলেনÑ আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ফিদেমাস্টার শারমীন সুলতানা শিরিন, সিরাজুল কবির, মোঃ হাদিউজ্জামান, জান্নাতুল ফেরদৌস, রফিকুল ইসলাম, স্বরনাব চৌধুরী এবং তাহসিন তাজওয়ার জিয়া। সোমবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে আর বি গ্রুপের এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বিজয়ীদের পুরস্কৃত করেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি জাহাঙ্গীর ইসলামের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন দাবা ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরসালিন আহমেদ ও চেস প্লেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি এনায়েত হোসেন। এ সময় উপস্থিত ছিলেনÑ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য তৌহিদুর রহমান, মাসুদা বেগম ও চেস প্লেয়ার এ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য মাহমুদা হক চৌধুরী মলি। ৯ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে ১২০ দাবাড়ু রেটেড ও ননরেটেড দাবাড়ুরা অংশগ্রহণ করেন। বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫০ হাজার টাকার প্রাইজমানি দেয়া হয়। চ্যাম্পিয়ন ১২ হাজার টাকা ও রানারআপ পান ৮ হাজার টাকা।
×