ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সীতাকুণ্ডে সম্পত্তি নিয়ে সংঘর্ষ, বসতবাড়ি ভাংচুর আগুন

প্রকাশিত: ০৩:২১, ২৩ ডিসেম্বর ২০১৪

সীতাকুণ্ডে সম্পত্তি নিয়ে সংঘর্ষ, বসতবাড়ি ভাংচুর আগুন

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২২ ডিসেম্বর ॥ সীতাকুণ্ডে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে বসতভিটায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে শিশুসহ উভয়পক্ষের ১০ জন। সোমবার ভোরে উপজেলার বাড়বকু-স্থ মধ্যম মাহামুদাবাদ (দিঘীর নামা) এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ভোর রাতে দিঘীর নামা এলাকার আবু বলির বাড়ির নুরুল আলমের ভাইফো সাহাব উদ্দিন কিছু লোক নিয়ে একি বাড়ির জাহাঙ্গীরের সঙ্গে বিরোধ চলা জায়গা দখলের চেষ্টা চালায়। এ সময় ঘটনাস্থলে জাহাঙ্গীর ও হারুনসহ তাদের অপরাপর লোকজন বাধা দিলে উভয়ের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে লাঠিসোটা ও চুরির আঘাতে আবুল খায়ের (৫০), ফখরুল ইসলাম (২৫), রবিউল হোসেন সাকিব (৩), মোঃ হানিফ (৫০), সাইফুল ইসলাম (৩২), তানজিনা আক্তার (৬), সুমি আক্তার (৮), সুলতানা আক্তার (১৫), রোজিনা আক্তার (১৬) ও রুমা আক্তার (২১) আহত হয়। এদিকে সংঘর্ষের এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন মানসিক ভারসাম্যহীন জামালের বসতঘর ও জাহাঙ্গীর আলমের রান্নাঘরে ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষে জড়িত সাহাব উদ্দিনসহ ১০ জনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে। ফুলপুরে জমি নিয়ে সংঘর্ষ, কৃষককে কুপিয়ে হত্যা স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ জেলার ফুলপুর উপজেলা সদরের নগুয়া এলাকায় ১৫ শতক জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের সময় সোমবার সকালে আতর আলী (৫০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আতর আলীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চরফ্যাশনে আহত ৭ নিজস্ব সংবাদদাতা চরফ্যাশন, ভোলা থেকে জানান, ভোলার চরফ্যাশনে জমি নিয়ে সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। আহতরা হলেন মিজান, রবিন্দ্র কর্মকার, নাসিমা, সুজন, হুমাযুন কবির, মামুন, জোসনা, সোমবার সকাল ৮ টায় চরফ্যাশন পৌরসভা ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ফেনসিডিল গাঁজা ইয়াবাসহ গ্রেফতার ৮ জনকণ্ঠ ডেস্ক ॥ সিরাজগঞ্জে মাদক সেবনের দায়ে চার মাদকসেবীর দ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ফরিদপুরে দুই বিক্রেতা, জয়পুরহাটে ইয়াবাসহ এক ব্যক্তি, গাইবান্ধায় ফেনসিডিলসহ যুবক গ্রেফতার হয়েছে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো- সিরাজগঞ্জ ॥ সোমবার শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ উপজেলার আলোকদিয়ার গ্রামের আলম মোল্লার ছেলে উজ্জ্বলকে (৩৫) গাঁজা সেবনের অভিযোগে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন। একই দিন সন্দ্বীপ কুমার সরকার শরীফ, লিটন ও সজলসহ ৩ জনকেই পৃথক পৃথকভাবে ৬ মাসের বিনাশ্রম করাদ- দেন। ফরিদপুর ॥ রবিবার রাত সাড়ে ১০টার দিকে ১টি ইজিবাইকে করে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় র‌্যাব-৮ ৫০ বোতল ফেনসিডিলসহ ইজিবাইক, সিমসহ ২টি মোবাইলসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। আটককৃতরা হলো লোকমান হোসেন (২৭) ও মিঠুন সাহা (২৬)। জয়পুরহাট ॥ শহরের আমতলীতে সোমবার সকালে ৬শ’ পিস ইয়াবাসহ জহুরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে ডিবি পুলিশ গ্রেফতার করে। জহুরুল ইসলামের বাড়ি রাজশাহী জেলার গোদাগড়ী উপজেলার ফরিদপুর গ্রামে।
×