ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাণিজ্যমেলার প্রস্তুতি শেষ করার তাগিদ

প্রকাশিত: ০৬:৫৮, ২২ ডিসেম্বর ২০১৪

বাণিজ্যমেলার  প্রস্তুতি শেষ করার তাগিদ

সংসদ রিপোর্টার ॥ মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানির কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে তাদের কার্যক্রম পর্যবেক্ষণে একটি সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য মোঃ মোতাহার হোসেনকে আহ্বায়ক করে গঠিত সাব কমিটিতে এনামুল হক ও ওয়ারেসাত হোসেন বেলালকে সদস্য রাখা হয়েছে। বৈঠকে আন্তর্জাতিক বাণিজ্যমেলা দ্রুত সম্পন্ন করার তাগিদ দেয়া হয়েছে। রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বিরোধীদলীয় চীফ হুইপ মোঃ তাজুল ইসলাম চৌধুরী। বৈঠকে অভিযোগ করা হয়, এমএলএম কোম্পানির প্রতারণার কারণে সাধারণ মানুষ সর্বস্বাস্ত হচ্ছে। কমিটি আর কোন এমএলএম কোম্পানির লাইসেন্স না দেয়ার পক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। বৈঠকে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ছাড়াও আরও অংশ নেন আ ক ম বাহাউদ্দীন, মোঃ ছানোয়ার হোসেন, মোঃ মন্জুরুল ইসলাম লিটন এবং লায়লা আরজুমান বানুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
×