ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিউবা কমিউনিস্ট ব্যবস্থা ত্যাগ করবে না ॥ রাউল ক্যাস্ট্রো

প্রকাশিত: ০৩:০৮, ২২ ডিসেম্বর ২০১৪

কিউবা কমিউনিস্ট ব্যবস্থা ত্যাগ করবে  না ॥ রাউল ক্যাস্ট্রো

কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো যুক্তরাষ্ট্রের সঙ্গে শীতল সম্পর্ক অবসানে প্রেসিডেন্ট ওবামার উদ্যোগের প্রতি অভিনন্দন জানিয়ে বলেছেন, হাভানা কমিউনিস্ট ব্যবস্থার পরিবর্তন ঘটনাবে না। তিনি এ সঙ্গে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নৎস্যাতে চেষ্টা চালাতে পারে কিউবান-আমেরিকান নির্বাসিত ব্যক্তিরা। খবর বিবিসি ও আল জাজিরা অনলাইনের। ক্যাস্ট্রো আরও সতর্ক করে দেন যে, যুক্তরাষ্ট্র কিউবার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নেয়ার আগে দীর্ঘ ও কঠিন সংগ্রামের সম্মুখীন হতে হচ্ছে হাভানাকে। তিনি বলেন, তিনি পানামায় আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠেয় আমেরিকার শীর্ষ বৈঠকে যোগ দেবেন এবং সেখানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার সাক্ষাত হতে পারে।
×