ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাবনার ক্ষুদে প্রতিভা মৌসী

প্রকাশিত: ০৬:২৩, ২১ ডিসেম্বর ২০১৪

পাবনার ক্ষুদে প্রতিভা মৌসী

নিজস্ব সংবাদদাতা, সুজানগর, পাবনা ॥ পাবনার ক্ষুদে সাংস্কৃতিক প্রতিভা মুশফিকা মোরশেদ মৌসী। মাত্র ৭ বছর বয়সেই নৃত্য, সঙ্গীত এবং চিত্রাঙ্কনের মাধ্যমে নিজের মেধার মাধ্যমে দেশ-বিদেশ থেকে সম্মান বয়ে এনেছে। মৌসী সুজানগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। তার বাবা চিকিৎসক সেলিম মোরশেদ এবং গৃহিণী মা আয়শা সিদ্দিকা ইভা। মৌসীর পুরস্কারের তালিকায় রয়েছে চিত্রাঙ্কনে ভারতের শঙ্কর সংস্থার পুরস্কার, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ (এক্কুনিফেস্ট) প্রদত্ত পুরস্কার, লন্ডনের লুক এ্যান্ড লার্ন পুরস্কার, চ্যানেল আই পুরস্কার, জাতীয় কন্যা দিবস পুরস্কার, ব্রিটিশ কাউন্সিলের আর্ট ফেসটিভ বিশেষ পুরস্কার, টঙ্গীর জয়নাল আবেদীন আর্ট স্কুল পুরস্কার, এম নুরুল কাদের ফাউন্ডেশন পুরস্কার, জাতীয় শিশুকিশোর পুরস্কার, ললিতকলা একাডেমি পুরস্কার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, জাগ্রত বাংলা পুরস্কার, শিশু একাডেমি রাজশাহী পুরস্কার, শিশু একাডেমি পাবনার বিশেষ পুরস্কার অর্জন প্রভৃতি। এছাড়া স্কুলের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন পুরস্কার এবং সনদপত্র অর্জন করে। চিত্রাঙ্কনের পাশাপাশি মৌসী এটিএন বাংলার ‘ছন্দে আনন্দে’ অনুষ্ঠানে অংশ নিয়ে পুরস্কার পায়। এছাড়া স্থানীয় পর্যায়ে একাধিকবার নৃত্য এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে। ক্ষুদে প্রতিভা মৌসীর সাফল্যে খুশি বাবা-মা, শিক্ষকরা। মৌসী ভবিষ্যতে একজন ভাল শিল্পী হতে চায়। নেত্রকোনায় ঋতম্ভর সম্মাননা পেলেন দুই গবেষক নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ সাহিত্য সংগঠন ঋতম্ভর-এর উদ্যোগে নেত্রকোনার দুই লোকসাহিত্য গবেষককে বিশেষ সম্মাননা-২০১৪ দেয়া হয়েছে। সম্মাননা প্রাপ্তরা হলেন মুক্তিযোদ্ধা গোলাম এরশাদুর রহমান ও আলী আহমেদ খান আইয়োব। শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের দক্ষিণ সাতপাই এলাকার বানপ্রস্থে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। অধ্যাপক মোস্তফা কামালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার। অধ্যাপক গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নেত্রকোনা পৌরসভার মেয়র প্রশান্ত কুমার রায়, উদীচীর জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোজাম্মেল হক বাচ্চু প্রমুখ।
×