ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইনজুরিতে এ্যান্টন ডেভচিস

প্রকাশিত: ০৫:৫৭, ২১ ডিসেম্বর ২০১৪

ইনজুরিতে এ্যান্টন ডেভচিস

স্পোর্টস রিপোর্টার ॥ আবুধাবিতে পঞ্চম ও শেষ ওয়ানডেতে ৬৮ রানের দারুণ জয়ে পাকিস্তানের বিপক্ষে ৩-২এ সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগে তরুণ কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন কিউই শিবিরের জন্য এটি বড় প্রাপ্তি। কারণ সিরিজে কাগজে-কলমে নিশ্চিত ফেবারিট ছিল পাকিস্তানই, ফাইনালসম শেষ লড়াইয়ে ক্রিকেট পরশক্তিদের হারিয়ে দেয় বিশ্বকাপের সহ-আয়োজকরা। একই সঙ্গে দলটির জন্য দুঃসংবাদ, সিরিজ জয়ের দিনেই বড় রকমের ইনজুরিতে পড়েছেন নবীন অলরাউন্ডার এ্যান্টনি ডেভচিস। ফিল্ডিংয়ের সময় ডান কাঁধের হারের সংযোগ সরে গেছে (কশেরুকায় পতন) হ্যামিল্টনে জন্ম নেয়া ২৯ বছর বয়সী কিউই ক্রিকেটারের। মাত্র দুই মাস পর বিশ্বকাপ, এ সময়ের মধ্যে ফিরতে পারবেন কি না, পরীক্ষা-নিরীক্ষার আগে নিউজিল্যান্ড ক্রিকেট কর্তারা সে বিষয়ে নিশ্চিত নন। তবে প্রাথমিকভাবে অবস্থা ভয়াবহ বলেই মনে করা হচ্ছে। শুক্রবার সিরিজ ফয়সালার শেষ ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নিউজিল্যান্ড। জবাবে ২০৭ রানে ‘অলআউট’ হয় ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান। ঘটনা ২৯তম ওভারের, চতুর্থ বলে বল করছিলেন কিউই পেসার ম্যাট হেনরি। সপাটে ব্যাট চালান পাকিস্তানী হার্ডহিটার উমর আকমল। নিচু হয়ে আসা বল ধরতে ঝাঁপিয়ে পড়েন ডেভিচিস। বাঁ-হাতের একাগ্র সেই প্রচেষ্টার প্রচ- বেগে তিনি যখন আছড়ে পড়েন অনিয়ন্ত্রিত ডান হাত নিচে পড়ে যায়! বিশাল শরীরের ভার বইতে না পেড়ে কাঁধ ও বাহুর হাড়ের জোড়া নড়ে যায়। সেটা এতটাই ভয়াবহ ছিল তোয়ালে দিয়ে হাত বেঁধে মাঠ ছাড়তে হয় ডেভিচিসকে। ম্যাচ শেষে কোচ মাইক হেসন বলেন, ‘এটা খুবই ভয়াবহ যে ওর ডান কাঁধের হার নড়ে গেছে। কী হবে, পরীক্ষা-নিরীক্ষা না করে তা নিশ্চিত বলা যাচ্ছে না। তবে দলের সঙ্গে থাকা ডাক্তার পরিস্থিতি সুবিধার নয় বলেই জানিয়েছেন।’ বাঁ হাতি মিডলঅর্ডার ব্যাটসম্যান ডেভিচিস অর্থোডক্স স্পিনেও সম্ভাবনাময়। মাঠ ছাড়ার আগে তার বোলিং বিশ্লেষণ ছিল ৬-০-২২-১। এর আগে শারজায় খেলেছিলেন ৫৮ রানের চমৎকার একটি ইনিংস। গত বছর অক্টোবরে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সময় ঢাকায় ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক। এ পর্যন্ত খেলেছেন ১০ ওয়ানডে ও ৪ টি২০। বিশ্বকাপে সহআয়োজক কিউদের প্রতিভাবান খেলোয়াড়ের লিস্টে এগিয়েও রয়েছেন তিনি।
×