ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাপান ফুটবল কোচের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং মামলা!

প্রকাশিত: ০৫:৫২, ২১ ডিসেম্বর ২০১৪

জাপান ফুটবল কোচের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং মামলা!

স্পোর্টস রিপোর্টার ॥ তিন বছর আগের ঘটনা। মে মাসে রিয়াল জারাগোজা ও লেভান্তের ম্যাচটির দিকে সন্দেহের তীর। পাতানো ম্যাচ খেলেছে দল দুটি। সে সময় জারাগোজার কোচ ছিলেন জ্যাভিয়ের এ্যাগুয়ার। এখন তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ এনে আগামী বছর এ্যাগুয়ারসহ আরও ২৮ খেলোয়াড়কে তলব করা হয়েছে ভ্যালেন্সিয়ার একটি আদালতে। তবে বিষয়টি জানা ছিল না জাপান ফুটবল এ্যাসোসিয়েশনের (জেএফএ)। তাহলে আর জাতীয় দলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ করার চিন্তাই মাথায় আসত না। এমনটাই দাবি করেছেন জেএফএ প্রেসিডেন্ট কুনিয়া দাইনি। ইতোমধ্যেই এ্যাগুয়ার এবং বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার এ্যান্ডার হেরেরার বিরুদ্ধে স্প্যানিশ সরকারী আইনজীবীরা অভিযোগ দায়েরও করে ফেলেছেন। এ দু’জন ছাড়া আরও ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এ বছরই জাপানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক মেক্সিকান কোচ এ্যাগুয়ার। কিন্তু তিনি কাজ চালিয়ে যেতে পারবেন কিনা সেটাই এখন প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। তিন বছর আগে স্প্যানিশ লা লিগার একটি ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত সন্দেহে আদালতের কাছ থেকে তলব করা হয়েছে তাঁকে। সে সময় এ্যাগুয়ার ছিলেন জারাগোজার কোচ। মৌসুমের শেষ এ ম্যাচে লেভান্তেকে ২-১ গোলে হারিয়ে রেলিগেশন শঙ্কা কাটায় জারাগোজা। তখন থেকেই এ ম্যাচটির দিকে ছিল সন্দেহের তীর। স্প্যানিশ প্রসিকিউটররা দাবি করেছেন ম্যাচটি হারার জন্য লেভান্তের খেলোয়াড়, কর্মকর্তা ও কোচদের সর্বমোট ৯ লাখ ৬৫ হাজার ইউরো ব্যাংক একাউন্টে ট্রান্সফার করেছিল জারাগোজা। তবে বিষয়টি জাপানের ফুটবল এ্যাসোসিয়েশন একেবারেই জানত না। এ বিষয়ে জেএফএ সভাপতি দাইনি বলেন, ‘যে কোন চুক্তি করার সময় আমরা সব ধরনের বিষয়ে খোঁজখবর করার চেষ্টা করি। কিন্তু সে সময় যদি ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার কোন সন্দেহের বিষয় থাকত আমরা তাঁর সঙ্গে চুক্তিই করতাম না।’ গত শুক্রবার জেএফএ’র জরুরী সভায় অবশ্য কোন ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন এ্যাগুয়ার। সবমিলিয়ে জারাগোজার ৫ কর্মকর্তা, ১৮ খেলোয়াড় এবং ১৮ লেভান্তের খেলোয়াড়কে অভিযোগে রাখা হয়েছে। সে সময় ২৫ বছর বয়সী হেরেরা জারাগোজার হয়ে খেলেছেন। তাঁকে ২৮.৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানইউ গত জুনে এ্যাথলেটিক বিলবাওয়ের কাছ থেকে কিনে নেয়। আর ৫৬ বছর বয়সী এ্যাগুয়ার জারাগোজার কোচ থাকলেও লীগ শেষেই বরখাস্ত হন এবং পরে তিনি এস্প্যানিওলের দায়িত্ব নেন। আর এ বছর তিনি যোগ দিয়েছেন জাপান ফুটবল দলের প্রধান কোচ হিসেবে। জাতীয় দলের কোচের বিরুদ্ধে অভিযোগ ওঠায় এখন আগামী বিশ্বকাপ বাছাইয়ের জন্য দারুণ বিপাকে পড়েছে জাপান। আগামী জুনে বিশ্বকাপ বাছাই শুরু হবে। এ্যাগুয়ার কোচ হিসেবে মেক্সিকোকে ২০০২ ও ২০১০ বিশ্বকাপে শেষ ষোলোয় উত্তীর্ণ করেছিলেন। আগামী মাসে এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়।
×