ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভিকারুননিসায় প্রথম শ্রেণীতে লটারির ড্র চলছে, আইডিয়ালে শেষ

প্রকাশিত: ০৫:৪৪, ২১ ডিসেম্বর ২০১৪

ভিকারুননিসায় প্রথম শ্রেণীতে লটারির ড্র চলছে, আইডিয়ালে শেষ

স্টাফ রিপোর্টার ॥ স্বনামধন্য দুই শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজ এবং মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে কোন রকম জটিলতা ছাড়াই চলছে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম। ছাত্রীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় প্রতিষ্ঠান ভিকারুননিসায় প্রথম শ্রেণীর লটারির ড্রর মাধ্যমে শনিবার থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আজ ও আগামীকাল লটারির ড্র অনুষ্ঠিত হবে। প্রথম শ্রেণীর লটারির ড্র শেষ করেছে মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ। লটারিতে বিজয়ী ভাগ্যবানদের ভর্তির তারিখও ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রথম শ্রেণীর লটারির পর শুক্র ও শনিবার আইডিয়ালে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষা। এদিকে শনিবার শেষ হয়েছে রাজধানীর ৩২ সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। ভর্তি কার্যক্রম নিয়ে এখন ব্যস্ত সময় পার করছে রাজধানীর প্রধান প্রধান বিদ্যালয়। সরকারী ছুটি হওয়ায় গত দুদিন সরকারী প্রতিষ্ঠানসহ প্রধান প্রধান বিদ্যালয়ে ছিল ভর্তিকে কেন্দ্র করে অনেকটা উৎসবের আমেজ। প্রথমবারের মতো অনলাইনে আবেদনের সুযোগ সৃষ্টি হওয়ায় ফরম কেনার জন্য এবার আর ভিকারুননিসায় সন্তানের ভর্তির জন্য অভিভাবককে সেই কাকডাকা ভোরে স্কুলগেটে দাঁড়াতে হয়নি। এতদিন হাতে হাতে ফরম কেনা ও জমা দেয়ার নিয়ম থাকায় প্রতিবছরই ভিকারুননিসা নূনের প্রথম শ্রেণীর ভর্তি ফর্ম কেনার জন্য অভিভাবককে ভোগাস্তি পোহাতে হয়েছে। ভিড় সামলাতে হয়েছে কর্তৃপক্ষকে। প্রতিষ্ঠানের নতুন অধ্যক্ষ সুফিয়া খাতুন বলছিলেন, এ বছর ম্যানুয়ালি নয়, অনলাইনে আবেদন নিয়েছি আমরা। প্রতিবছর ভর্তি ফর্ম বিতরণের সময় অভিভাবকের উপচেপড়া ভিড় সামলাতেই এবার অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু করা হয়েছে। শনিবার প্রতিষ্ঠানটিতে অনেকটা উৎসবের আমেজেই শুরু হয়েছে প্রথম শ্রেণীর ভর্তির লটারির ড্র। প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে ধানম-ি প্রভাতী, দিবা এবং আজিমপুর প্রভাতী ও দিবা শাখার লটারির ড্র। আজ বসুন্ধরা প্রভাতী, দিবা এবং ইংরেজী মাধ্যম প্রভাতী ও ইংরেজী মাধ্যম দিবা শাখার লটারির ড্র। আগামীকাল অনুষ্ঠিত হবে মূল প্রভাতী ও মূল দিবা শাখার লটারির ড্র।
×