ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার নিহত শিশুদের মাকে পুলিশের জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ০৩:৪৪, ২১ ডিসেম্বর ২০১৪

অস্ট্রেলিয়ার নিহত শিশুদের মাকে পুলিশের জিজ্ঞাসাবাদ

অস্ট্রেলিয়ার কেয়ার্নসে শুক্রবার যে আটটি শিশুকে ছুরিকাঘাতে নিহত অবস্থায় পাওয়া গেছে তাদের সাতজন ছিল একই নারীর সন্তান। ওই নারীকে শনিবার অস্ট্রেলিয়ার পুলিশ আটক করেছে। তবে তার বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করা হয়নি। বিবিসি অনলাইন। ওই নারী মানসিকভাবে সুস্থ আছেন এবং তিনি তদন্তরীদের সঙ্গে কথাবার্তা বলছেন। তার বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ গঠন করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। কেয়ার্নসের একটি বাড়ি থেকে ছুরির ঘায়ে আহত এই নারীকে উদ্ধার করেছিল পুলিশ, সেই বাড়ি তল্লাশিকালে নিহত আট শিশুর লাশ পায় পুলিশ। নিহতদের বয়স ১৮ মাস থেকে ১৪ বছরের মধ্যে। শিশুদের সাতজন আটক ওই নারীর সন্তান, নিহত অপর শিশু তার বোনের মেয়ে। গ্রেফতারের কথা নিশ্চিত করে কয়ার্নসের গোয়েন্দা কর্মকর্তা ব্রুনো অসনিকার বলেছেন, ‘আটক ওই নারী শিশুদের হত্যার বিষয়ে কি জানেন সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। এই পর্যায়ে আমরা অন্য আর কাউকে খুঁজছি না, এলাকার অন্যান্যরা নিরাপদে আছেন এতে আমরা নিশ্চিত বোধ করছি’। তিনি আরও জানিয়েছেন, মৃত্যুর কারণ নিশ্চিত করতে লাশগুলোর ময়নাতদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে কয়েকটি ছুরিসহ বেশ কয়েকটি অস্ত্র পেয়েছে পুলিশ, সেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। গ্রেফতার হওয়া নারীর নাম প্রকাশ করা হয়নি। তার বয়স প্রথমে ৩৪ বছর বলা হলেও পরে তা সংশোধন করে ৩৭ বলে জানানো হয়েছে। শুক্রবার সকালে গ্রেফতার নারীর ২০ বছর বয়সী ছেলে বাড়িতে উপস্থিত হলে লাশগুলো আবিষ্কৃত হয় বলে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে।
×