ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে প্রতারণা

ভুয়া ডাক্তারসহ আটক ৬, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

প্রকাশিত: ০৫:৩২, ২০ ডিসেম্বর ২০১৪

ভুয়া ডাক্তারসহ আটক ৬, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভুয়া ডাক্তার সাজিয়ে প্রতারণার অভিযোগে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে র‌্যাব-৮। এ সময় ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে ভুয়া ডাক্তার ও টেকনিশিয়ানসহ ৬ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর রূপাতলী এলাকার হেলথ ভিউ নামের ওই ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে র‌্যাব-৮। জানা গেছে, নগরীতে লাইসেন্সবিহীন, ভুয়া ডাক্তার ও টেকনিশিয়ানের মাধ্যমে ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হচ্ছেÑএমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র‌্যাব-৮ এর একটি বিশেষ টিম নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল মুক্তাদিরের উপস্থিতিতে নগরীর রূপাতলী হেল্থ ভিউ ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানকালে ওই ডায়াগনস্টিক সেন্টারে কোন ডাক্তার পাওয়া যায়নি এবং পরীক্ষা-নিরীক্ষা করার জন্য টেকনিশিয়ানসহ প্রয়োজনীয় যন্ত্রপাতিও পাওয়া যায়নি। এ সময় ভুয়া ডাক্তার সাজিয়ে প্রতারণার মাধ্যমে রোগীদের কাছ থেকে পরীক্ষা-নিরীক্ষা করার নামে অর্থ আত্মসাত করার অভিযোগে ওই ডায়াগনস্টিক সেন্টারের সাজানো ভুয়া ডাক্তার, টেকনিশিয়ানসহ ৬ জনকে আটক করা হয়। ভুয়া ও লাইসেন্স না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেন। এ ঘটনায় শুক্রবার দুপুরে মামলা দায়েরের পর আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
×