ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আধিপত্য বিস্তার নিয়ে নাটোরে সংঘর্ষ

প্রকাশিত: ০৫:৩২, ২০ ডিসেম্বর ২০১৪

আধিপত্য বিস্তার নিয়ে নাটোরে সংঘর্ষ

সংবাদদাতা, নাটোর, ১৯ ডিসেম্বর ॥ নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিনিময় হয়েছে। এতে কমপক্ষে ২৭ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে বাবু সরদার, খুকু মনি ও জাহানার বেগমকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে সাইফুল ইসলামসহ দুইজনকে বন্দুক ও রামদাসহ আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চলনবিলের মাছ ধরাসহ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধওে রেজাউল করিম রেজা, সাইফুল ইসলামের সঙ্গে আমজাদ মোল্লার মধ্যে বিরোধ চলছে। শক্রবার সকাল ৯টায় রেজাউল করিম রেজা ও সাইফুল গ্রুপের লোকজন বেড়াবাড়ি গ্রামের মোল্লাপাড়া ঘেরাও করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় মোল্লাপাড়া গ্রামে মহিলাসহ কমপক্ষে ২৭ জন গুলিবিদ্ধ হয়। সংবাদ পেয়ে সিংড়া থানা পুলিশের পাশাপাশি জেলা সদও থেকে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে আরেকটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রাম চলনবিলের একটি দুর্গম এলাকা হওয়ায় বেলা ১টায় এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মুনসী সাহাবুদ্দিন ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সাইফুলসহ তার গ্রুপের লোকজনকে গ্রেফতারের জন্য পুলিশের সাঁড়াশি অভিযান চলছে।
×