ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে আওয়ামী লীগ দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২০

প্রকাশিত: ০৫:৩২, ২০ ডিসেম্বর ২০১৪

বাগেরহাটে আওয়ামী লীগ দুই গ্রুপে সংঘর্ষ,  আহত ২০

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের ফকিরহাটে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে ফকিরহাট উপজেলার ডাক বাংলোর মোড় এবং পুরাতন রেল স্টেশন এলাকায় দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ ১২টি গাড়ি ভাংচুর করা হয়। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছে। এলকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পুলিশ সংঘর্ষের ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। উপজেলা যুবলীগের বহিষ্কৃত সভাপতি শেখ হারুন অর রশিদের সমর্থকদের সঙ্গে সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শিরীন আক্তারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে পুলিশ দাবি করে। তবে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলা সদরে সাইকেলহাট ও ভ্যান স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। আহতরা হলেন, সোহাগ, মোঃ ইমরান, দারা, মতিয়ার রহমান, এনামুল, শেখ নজরুল ইসলাম, শেখ মফিদুল ইসলাম, শেখ জুয়েল, আকরাম শেখ, আব্দুল খালেক, আলাউদ্দিন, শেখ কেরামত, হাসান মলিক, ডলার, শেখ বিলাল, আরজু, শাহাবুদ্দিন, আসলাম। এদের বাড়ির ফকিরহাট উপজেলার আট্টাকী, বাহিরদিয়া এবং সাতশৈয়া গ্রামে। আহতদের মধ্যে এনামুল, সোহাগ, দারা, ডলার, আরজু এবং আলাউদ্দিনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
×