ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উইলিয়ামসনের ৩ রানের আক্ষেপ

প্রকাশিত: ০৫:৩০, ২০ ডিসেম্বর ২০১৪

উইলিয়ামসনের  ৩ রানের  আক্ষেপ

স্পোর্টস রিপোর্টার ॥ অল্পের জন্য টানা দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি পাননি কেন উইলিয়ামসন। তরুণ কিউই সেনাপতির ক্ল্যাসিক্যাল ৯৭ ও তারকা ব্যাটসম্যান রস টেইলরের ৮৮* রানের চমৎকার দুটি ইনিংসের সৌজন্যে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে নিউজিল্যান্ড। আবুধাবিতে টস জিতে ব্যাটিং বেছে নেন উইলিয়ামসন। দলীয় ২০ রানে ওপেনার মার্টিন গাপটিলকে (৮) হারিয়ে শুরুতেই ধাক্কা খায় কিউইরা। এরপরই ডিন ব্রাউনলিকে (৩৪) নিয়ে শুরু হয় অধিনায়কের পথচলা। কিছুটা ধীরগতিতে হলেও পাকিস্তানী বোলারদের হতাশ করে রান তুলে যান উইলিয়ামসন। ১১৯ বলে ৮ চারের সাহায্যে ৯৭ রান করে শহীদ আফ্রিদির ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আগের ম্যাচের (১২৩) নায়ক। রস টেইলর (৯৫ বলে ৮৮*) ও টম লাথামের (১৪ বলে ২২*) ব্যাটে ফাইটিং স্কোর পায় নিউজিল্যান্ড। শেষ দশ ওভারে ৮৫ রান যোগ করেন তারা। মোহাম্মাদ ইরফান ২টি, আফ্রিদি ও জুলফিকার বাবার নেন ১টি করে উইকেট। আগের চার ম্যাচ ২-২এ থাকায় সিরিজ ফয়সালায় পঞ্চম ও শেষ ম্যাচটি হয়ে ওঠে অঘোষিত ফাইনাল।
×