ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বুসান আই পার্কের বিপক্ষে খেলবে শেখ জামাল ধানমণ্ডি

প্রকাশিত: ০৫:২৯, ২০ ডিসেম্বর ২০১৪

বুসান আই পার্কের বিপক্ষে খেলবে শেখ জামাল ধানমণ্ডি

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৭ ডিসেম্বর কোরিয়ান লীগের অন্যতম দল বুসান আই পার্কের বিপক্ষে খেলবে বাংলাদেশ লীগ সেরা শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেড। ১৮ ডিসেম্বর জাতীয় দলের ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ ওই ম্যাচের ভেন্যু হিসেবে ঢাকাকেই বেছে নিতে সাহায্য করেছে। দক্ষিণ কোরিয়া ফুটবল এ্যাসোসিয়েশন (কেএফএ) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) একটি আমন্ত্রণপত্র পাঠায়। ‘কে-লীগ’-এর একটি ক্লাব বাংলাদেশ দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় বলে তারা জানায়। তারা প্রস্তাব দেয়- বাংলাদেশের কোন ক্লাব চাইলে ম্যাচটি ঢাকায় খেলতে পারে। কিংবা জাতীয় দলকে কোরিয়া পাঠাতে পারে। সর্বশেষ খবরে জানা গেছে, কে-লীগের দল বুসান আই পার্ক খেলবে। আর তাদের বিরুদ্ধে ঢাকায় আগামী ২৭ ডিসেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার কথা শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেডের। তবে পুরো প্রক্রিয়াটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে বলে জানা গেছে। এর আগে চলতি বছরে নেপাল ও শ্রীলঙ্কা ফুটবল দলের সঙ্গে দুটি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ। আর জাপানের সঙ্গে ম্যাচটি মাঠে না গড়ানোর আগেই আরেকটি ম্যাচ খেলার আমন্ত্রণ পায় বাফুফে। উল্লেখ্য, ম্যাচের পুরো খরচ কোরিয়ান ক্লাবটিই বহন করবে।
×