ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোবট ওয়েটার...

প্রকাশিত: ০৫:১৭, ২০ ডিসেম্বর ২০১৪

রোবট ওয়েটার...

হোটেল ব্যবসায় বিপ্লব আনতে এক যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে চীন। হোটেলে মানুষ ওয়েটারের জায়গায় এবার রোবট ব্যবহার শুরু করেছে দেশটি। পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের নিংবো হোটেলে রোবটের পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে চীন। সেখানে এক মিটার উচ্চতার রোবটগুলো অনায়াসে শক্ত খাবার এবং পানীয় পৌঁছে দিচ্ছে টেবিলে অপেক্ষারত ক্রেতার কাছে। এরকম প্রতিটি রোবটের দাম ধরা হয়েছে ৯ হাজার ৭শ’ মার্কিন ডলার। প্রতিটি রোবট একটানা ৫ বছর কাজ করতে পারবে। আগামীতে রোবটগুলো যেন স্থানীয় ভাষায় কথা বলতে পারে এ বিষয়ে চিন্তাভাবনা চলছে। এদিকে নিংবো হোটেলে রোবট ওয়েটার কাজ শুরু করায় এটি দেখতে এখন অনেকেই ভিড় করছে। -বিবিসি অনলাইন
×