ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা মৌলিক নাট্যদলের বিজয় দিবস সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৫:১০, ২০ ডিসেম্বর ২০১৪

ঢাকা মৌলিক নাট্যদলের বিজয় দিবস সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকা মৌলিক নাট্যদলের উদ্যোগে ১৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শান্তিনগরে দলের নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মৌলিক নাট্যদলের প্রধান উপদেষ্টা সোহেল আহমেদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের সভাপতি সাজু আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের শ্রীময়ী ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী অনুপম দত্ত, শুভজন পরিচালক তরুণ রাসেল, নাট্যকর্মী জাভেদ আহমেদ, নাট্য পরিচালক জাফর ইকবাল, কামরুজ্জামান লিটন, রাজীব রেজা, মৌলিক নাট্যদলের সহ-সাধারণ সম্পাদক হাসান সিদ্দিকী প্রমুখ। উপস্থিত ছিলেন দলের সহ-সভাপতি আলেয়া বেগম আলো, সহ-সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলাম অপু, অর্থ সম্পাদক ওহি চৌধুরী, সহ-অর্থ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী, প্রচার সম্পাদক রাহাত হুসাইন আকন, দফতর সম্পাদক কাজী ফারুক, সদস্য সবুজ প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন দলের সাংগঠনিক সম্পাদক আবদুল হাকিম হিমেল। বিজয় দিবসের আলোচনার পর দেশের নাট্যাঙ্গণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ঢাকা মৌলিক নাট্যদল বিজয় দিবস সম্মননা-২০১৪’ প্রদান করা হয়। এবার এ সম্মাননা দেয়া হয় প্রান্তিক থিয়েটারের নাট্যকর্মী মোঃ কামরুজ্জামান লিটন ও অঙ্গীকার নাট্যদলের নাট্যকর্মী রাজীব রেজাকে। অনুষ্ঠানে দুই অতিথির হাতে বিজয় দিবস সম্মননার ক্রেস্ট তুলে দেন ঢাকা মৌলিক নাট্যদলের প্রধান উপদেষ্টা সোহেল আহমেদ খান, ফুলেল শুভেচ্ছা জানান দলের সভাপতি সাজু আহমেদ এবং দলের প্রথম প্রযোজনা ‘বৃত্তে বিপ্রতীপ’ নাটকের পোস্টার ও সুভ্যেনির তুলে দেন দলের সহ-সাধারণ সম্পাদক হাসান সিদ্দিকী। সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মোঃ মানিক মিয়া, শিরিন শিলা, হাসান সিদ্দিকী, মাহবুবুল আলম চৌধুরী ও কাজী ফারুক। আবৃত্তি করেন ওহি চৌধুরী। সব শেষে একক অভিনয় করেন সম্মাননাপ্রাপ্ত নাট্যকর্মী রাজীব রেজা।
×