ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জোহরা তাজউদ্দীনের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৫:০৩, ২০ ডিসেম্বর ২০১৪

জোহরা তাজউদ্দীনের মৃত্যুবার্ষিকী আজ

আজ ২০ ডিসেম্বর সৈয়দ জোহরা তাজউদ্দীনের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সৈয়দা জোহরা তাজ উদ্দীনের মেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও জাতীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমির বনানীর ডিওএইচএস বাসায় (বাড়ি-৯২, মসজিদ রোড, ডিওএইচএস, বনানী) বাদ মাগরিব মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা তাজউদ্দীন আহমদের স্ত্রী। উদার সংস্কৃতিমনা পরিবারে জন্ম জোহরা তাজউদ্দীনের। আমৃত্যু তিনি স্বামীর আদর্শ এবং রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে নিজ অন্তরের ভালবাসা ও দেশপ্রেমিকে সঙ্গী করে দল, দেশ ও জনগণের জন্য কাজ করে গেছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা এবং ৩ নবেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় তাঁর স্বামী তাজউদ্দীনসহ জাতীয় চার নেতাকে হত্যার পর দেশের ভয়াবহ পরিস্থিতি ও চরম দুর্দিনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন। ১৯৭৭ সালে দলের আহ্বায়ক নির্বাচিত হয়ে তিনি দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করেন। সামরিক শাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যার প্রতিবাদে গর্জে ওঠেন। সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এক অনন্য সাধারণ ভূমিকা পালন করেন তিনি। তাঁর রাজনৈতিক পরিপক্বতা, বিদগ্ধতা, রাজনৈতিক পরিম-লে সুস্থ গণতান্ত্রিক ধারার বিষয়ে বিপুল জনগোষ্ঠীকে উজ্জীবিত করেছিল সহজেই। তিনি আমৃত্যু বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ছিলেন। -বিজ্ঞপ্তি
×