ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিই শীর্ষে

প্রকাশিত: ০৬:২২, ১৯ ডিসেম্বর ২০১৪

বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিই শীর্ষে

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ জয়ের পুরস্কার সবক্ষেত্রেই পাচ্ছে জার্মানি। গত জুলাইয়ে ব্রাজিল বিশ্বকাপজয়ী দেশটি ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই ২০১৪ সাল শেষ করতে যাচ্ছে। চলতি বছরের শেষ র‌্যাঙ্কিং বৃহস্পতিবার প্রকাশ করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এতে যথারীতি শীর্ষে জার্মানি। তালিকায় শীর্ষ তিনে কোন পরিবর্তন হয়নি। যথারীতি দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা ও কলম্বিয়া। এক মাসের মধ্যে র‌্যাঙ্কিংয়ে দুইধাপ পিছিয়েছে বাংলাদেশ। আগের ১৬৩তম অবস্থান থেকে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৬৫তম। লাল-সবুজের দেশ ভারতের উপরে আছে। ভারতের অবস্থান তালিকায় ১৭১তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার উপরে আছে আফগানিস্তান। তাদের অবস্থান ১৪৩তম। এশিয়ার মধ্যে আফগানদের অবস্থান ২৩তম। আর এশিয়ায় বাংলাদেশের অবস্থান ৩৪তম। এশিয়ার মধ্যে চমক দেখিয়েছে ইরান। পাঁচধাপ এগিয়ে এই অঞ্চলের শীর্ষে উঠে এসেছে দেশটি। সর্বসাকল্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ৫১তম। এশিয়ার মধ্যে এক নম্বর থেকে দুইয়ে নেমে এসেছে জাপান। একধাপ অবনমন হওয়ায় তাদের বর্তমান অবস্থান ৫৪তম। তবে অবাক করা ব্যাপার হচ্ছে, শীর্ষ ৫০ এ জায়গা হয়নি কোন এশিয়ান দেশের। এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো শীর্ষে থেকে বছর শেষ করতে যাচ্ছে জার্মানি। এর আগে ১৯৯৩ সালেও র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে বছর শেষ করেছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চারধাপ এগিয়ে চতুর্থ নম্বরে উঠে এসেছে বেলজিয়াম। পাঁচ নম্বরে বিশ্বকাপে তৃতীয় হওয়া হল্যান্ড। ছয় নম্বরে আছে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সাত নম্বরে যৌথভাবে আছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ও করিম বেনজেমার ফ্রান্স। নয় নম্বরে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। আর দশ নম্বরে আছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে।
×