ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পিঠাভক্ত হাতি!

প্রকাশিত: ০৫:৩১, ১৮ ডিসেম্বর ২০১৪

পিঠাভক্ত হাতি!

হাতি পাহাড়ী এলাকার প্রাণী হলেও নানা কারণে এটি এখন লোকালয়েও চোখে পড়ে। আজকাল খোদ রাজধানীতেই দেখা যায় হাতি। হাতি নিয়ে খেলা দেখানোর মাধ্যমে জীবিকার পথ বেছে নিয়েছে এক ধরনের মানুষ। তবে হাতির খোরাক ব্যয়বহুল। হাতিকে খাওয়ানোর টাকা সংগ্রহের জন্য একে সঙ্গে নিয়ে এর মাহুতকে প্রায়ই অন্যের দ্বারে দ্বারে ঘুরতে দেখা যায়। বুধবার বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে হাতিকে খাওয়ানোর টাকা সংগ্রহের জন্য এসেছিলেন এর মাহুত। তবে শীতের গরম ভাপা পিঠা দেখে তা খাওয়ার লোভ সামলাতে পারেনি এই হাতিটি। কিছুতেই হাতিটি দোকানের সামনে থেকে সরে না। হাতির মনের অবস্থা বুঝে দোকান মালিক খুশি মনে হাতির মুখের সামনে তুলে দেন ভাপা পিঠা। মন ভরে পিঠা খেয়ে তারপর দোকান ত্যাগ করে হাতিটি। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী ইলিয়াস মাহমুদ।
×