ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর চালু

প্রকাশিত: ০৫:৪৫, ১৭ ডিসেম্বর ২০১৪

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর চালু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ঘন কুয়াশায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার ভোর ৫টায় চালু হয়েছে। তবে এখনও দু’পাড়ে ৩ শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে। এ সময় কয়েক শ’ যান ও সহস্্রাধিক যাত্রী নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে ১৪টি ফেরি। কনকনে শীতে এ সময় ধরে মাঝ পদ্মায় অবর্ণনীয় দুর্ভোগে পড়ে যাত্রীরা। কুয়াশা কেটে যাবার পর এসব ফেরিগুলো গন্তব্যে পৌঁছে। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, কুয়াশার তীব্রতায় নদীর মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এরাতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছিল। প্রথমে সোমবার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা এবং রাত ২টা থেকে মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ থাকে। মাঝ পদ্মায় আটকে পড়া ফেরিগুলো নোঙ্গর করে রাখা হয়। তবে কুয়াশা কেটে যাওয়ার পর ফেরিগুলো আবার গন্তব্যে রওনা হয়েছে এবং দু’পাড় থেকেই ফেরি সার্ভিস আবার স্বাভাবিকভাবে চলছে। এই বহরে থাকা ১৬টি ফেরি দিয়েই যানবাহনগুলো পারাপারে চেষ্টা চলছে।
×