ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রথম দল ঢাকা ছেড়েছে মালীতে বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট নিয়োগ

প্রকাশিত: ০৪:৫৫, ১৭ ডিসেম্বর ২০১৪

প্রথম দল ঢাকা ছেড়েছে মালীতে বিমান বাহিনীর  শান্তিরক্ষা কন্টিনজেন্ট  নিয়োগ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালীতে বাংলাদেশ বিমান বাহিনী ৩টি এমআই-১৭ হেলিকপ্টারসহ দুই শ’ ৪০ সদস্যবিশিষ্ট ২টি কন্টিনজেন্ট নিয়োগ করতে যাচ্ছে। নিয়োগ কর্মসূচীর অংশ হিসেবে প্রথম ধাপে বিমান বাহিনীর এক শ’ ৭ সদস্যের প্রথম দল জাতিসংঘের ভাড়া করা বিমানে সোমবার মালীর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টগুলো বাংলাদেশ ইউটিলিটি এ্যাভিয়েশন ইউনিট-১ ও বাংলাদেশ এয়ারফিল্ড সার্ভিসেস এ্যান্ড ম্যানেজমেন্ট ইউনিট-১ নিয়ে গঠিত, যার নেতৃত্বে থাকবেন যথাক্রমে এয়ার কমডোর আনিসুর রহমান এবং গ্রুপ ক্যাপ্টেন কাজী মাজহারুল করিম। -আইএসপিআর
×