ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নাজমুল আহসানের ৫টি এ্যালবামের মোড়ক উন্মোচন ও আবৃত্তি সন্ধ্যা

প্রকাশিত: ০৫:২৪, ১৫ ডিসেম্বর ২০১৪

নাজমুল আহসানের ৫টি এ্যালবামের মোড়ক উন্মোচন ও আবৃত্তি সন্ধ্যা

স্টাফ রিপোর্টার ॥ নাজমুল আহসানের একক ৫টি আবৃত্তি এ্যালবামের মোড়ক উন্মোচন উপলক্ষে ‘তোমারেই যেন ভালবাসিয়াছি’ শীর্ষক তৃতীয় একক আবৃত্তি সন্ধ্যা সম্প্রতি ধানম-ির ছায়ানট সংস্কৃতি ভবনের ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আবৃত্তি সংগঠন স্বনন ও বাগেরহাট থিয়েটারের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মনজুরুল ইসলাম, কবি আসাদ চৌধুরী ও আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী। অতিথিরা ৫টি আবৃত্তি এ্যালবামের মোড়ক উন্মোচনের পর নাজমুল আহসানের আবৃত্তি ও নতুন এ্যালবাম নিয়ে বক্তব্য রাখেন। এরপর ছিল নাজমুল আহসানের একক আবৃত্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে তিনি তাঁর নতুন ৫টি এ্যালবাম থেকে মোট ১৬টি কবিতা আবৃত্তি করেন। যা উপস্থিত অতিথি ও দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে রাখে। অনুষ্ঠানে রূপা চক্রবর্তী বলেন, বাগেরহাট থিয়েটার ও আবৃত্তি সংগঠন স্বননে দীর্ঘ ৩১ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে আবৃত্তি চর্চাকে অব্যাহত রেখে নিজেকে গভীর অভিনিবেশে, নিষ্ঠা অধ্যাবসায় তিল তিল করে নির্মাণ করে চলেন নিজেকে এবং অতিক্রমও করে চলেন নিজেকেই নাজমুল আহসান তাদের। একজন নাজমুল আহসানের আবৃত্তি আজকেও পুনর্বার ছুঁয়ে যাবে শ্রোতার অন্তর। কবি আসাদ চৌধুরী বলেন, আবৃত্তির জন্য যে দুটি বিষয় জরুরী তা হলো শুদ্ধ উচ্চারণ ও কণ্ঠ যা রয়েছে আবৃত্তিশিল্পী নাজমুল আহসানের মধ্যে। অপসংস্কৃতির, মিশ্র উচ্চারণে যেখানে গ্রাস করছে বিভিন্ন মাধ্যম সেখানে ভরাট কণ্ঠের অধিকারী নাজমুলের স্বর প্রক্ষেপণের নিপুনতায়, ভাব প্রকাশের পারদর্শিতায় দর্শক-শ্রোতাকে মোহিত করুক এ প্রত্যাশা রইল। অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এ অনুষ্ঠানের ও নতুন ৫টি এ্যালবামের সাফল্য কামনা করে বলেন, নাজমুলের চর্চা অব্যাহত থাক, তার বাক সৌন্দর্য্য, কণ্ঠ মাধুর্য শ্রোতাদের মুগ্ধ করুক এবং আবৃত্তি শিল্প এগিয়ে যাক সামনের দিকে।
×