ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রথম ওয়ানডেতে ৯ উইকেটের জয় স্বাগতিক ‘এ’ দলের

পাকিস্তানের ইজ্জত রক্ষার সফরে কেনিয়া!

প্রকাশিত: ০৫:১৭, ১৫ ডিসেম্বর ২০১৪

পাকিস্তানের ইজ্জত  রক্ষার সফরে  কেনিয়া!

স্পোর্টস রিপোর্টার ॥ কেনিয়া ক্রিকেট দল পাকিস্তান সফর করছে- বিশ্ব ক্রিকেটে বাস্তবতার বিচারে এটি হয়ত কোন খবই নয়! তবে পাকিস্তান ক্রিকেটের জন্য বড় খবর। এর মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর নয় মাস পর কোন ভিনদেশী জাতীয় দল দেশটির মাটিতে পা রাখল! স্বাগতিক পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে লড়াই বলে নয়, খবারের অন্তরালের মূল কারণ এটিই। ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কান টিম বাসের ওপর বন্দুকধারীদের সশস্ত্র হামলার পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে আছে। সেই থেকে নিরপেক্ষ আরব আমিরাতকেই নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে দিপক্ষীয় ফিরতি সিরজগুলো খেলছে ক্রিকেট-পরাশক্তি পাকিস্তান। ঘরের মাটিতে ক্রিকেট ফেরাতে চেষ্টার ত্রুটি করছে না দেশটি। ইতোমধ্যে শ্রীলঙ্কা, জিম্বাবুইয়ে ও বাংলাদেশের সঙ্গে আলোচনা চূড়ান্ত হওয়ার পরও শেষ মুহূর্তে তা ভেঙ্গে যায়। দুর্বল কেনিয়াকেও তাই ভিআইপি মর্যাদার নিরাপত্তা দিচ্ছে পাকিস্তানী প্রসাশন। উদ্দেশ্য সফল আতিথ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনকে আকৃষ্ট করা। সাধারণত কোন দেশের রাষ্ট্রপতি বা প্রধাণমন্ত্রীদের যেমন নিরাপত্তা দেয়া হয়, তেমনটা পাচ্ছেন স্টিভ টিকোলো, মরিস ওদুম্বের উত্তরসূরিরা! ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতেই অবশ্য পাকিস্তান ‘এ’ দলের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে শিম এঙ্গেচোর নেতৃত্বাধীন কেনিয়া। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জাতীয় তারকা মোহাম্মদ তালহা (৪/৩২) ও রাজা হাসানের (৪/২০) মারাত্মক বোলিংয়ে ৩৮.৩ ওভারে ১৬৭ রানে গুটিয়ে যায় সফরকারী কেনিয়া। জবাবে অধিনায়ক ওপেনার সামি আসলামের সেঞ্চুরিতে (৯৭ বলে ১০১*) ২৮.৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান ‘এ’। সম্পূর্ণ ট্রফিকিবিহীন রাস্তায় কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তার মধ্য দিয়ে কেনিয়ান ক্রিকেটারদের যাতায়াত নিশ্চিত করা হচ্ছে। ম্যাচের দিন অস্থায়ীভাবে বন্ধ থাকছে স্টেডিয়াম ও সংলঙ্গ এলাকার দোকানপাট। এয়ারপোর্ট থেকে হোটেল, প্র্যাকটিস, স্টেডিয়াম সর্বত্র ভিআইপি নিরাপত্তা, যা দেখে খোদ কেনিয়ান ক্রিকেটারাও বিস্মিত! একই ভেন্যুতে বাকি চার অনঅফিসিয়াল ওয়ানডে অনুষ্ঠিত হবে আজ, ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর।
×