ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিজয় দিবস আরচ্যারি

প্রকাশিত: ০৫:৫৪, ১৪ ডিসেম্বর ২০১৪

বিজয় দিবস আরচ্যারি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের ব্যবস্থাপনায় গতকাল পল্টন ময়দানে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী ‘বিজয় দিবস উম্মুক্ত আরচ্যারি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সকালে ৯ প্রতিযোগিতা উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ, এশিয়ান আরচ্যারি ফেডারেশনের কাউন্সিল মেম্বার, ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। ব্যাম্বো ডিভিশনে ২৫ মিটার দূরত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টে ২১ দলের ৩৬ পুরুষ ও ৪১ মহিলা মোট ৭৭ আরচ্যার এই ইভেন্টে অংশগ্রহণ করেন। বিকেলে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ, ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মোঃ মইনুল ইসলাম। এ সময় ফেডারেশনের সহসভাপতি মোঃ মাহফুজুর রহমান সিদ্দিকী, মোঃ আনিসুর রহমান দিপু, সহকারী সাধারণ সম্পাদক রশিদুজ্জামান সেরনিয়াত ও মোঃ কামরুল ইসলাম বিরণসহ ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পুরুষ সেশনের একক ইভেন্টে বাংলাদেশ আর্মি আরচ্যারি এ্যাসোসিয়েশনের তফাজ্জল হোসেন ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে কোয়ান্টাম ফাউন্ডেশনের বানরুম ভমকে পরাজিত করে স্বর্ণপদক এবং বর্ডার গার্ড বাংলাদেশের সোহেল শিকদার ৬-৪ সেট পয়েন্টের ব্যবধানে ঢাকা আর্মি আরচ্যারি ক্লাবের জাহিদ হোসেনকে পরাজিত করে ব্রোঞ্জ লাভ করেন। মহিলা সেশনে একক ইভেন্টে বাংলাদেশ আর্মি আরচ্যারি এ্যাসোসিয়েশনের নন্দিনী খান স্বপ্না ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে একই ক্লাবের কাজল আক্তার পাখিকে পরাজিত করে স্বর্ণপদক এবং ঢাকা আর্মি আরচ্যারি ক্লাবের খাদিজা খাতুন ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে একই ক্লাবের তানিয়া রিমাকে পরাজিত করে ব্রোঞ্জ লাভ করেন।
×