ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হতাশা থেকে খালেদা জিয়া গণঅভ্যুত্থানের হুঙ্কার দিচ্ছেন ॥ ও. কাদের

প্রকাশিত: ০৫:৪৬, ১৪ ডিসেম্বর ২০১৪

হতাশা থেকে খালেদা জিয়া গণঅভ্যুত্থানের হুঙ্কার দিচ্ছেন ॥ ও. কাদের

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৩ ডিসেম্বর ॥ সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বার বার গণআন্দোলনের ডাক দিয়ে শেষ পর্যন্ত সাড়া না পেয়ে হতাশা থেঁকেই বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা গণঅভ্যুত্থানের হুঙ্কার দিচ্ছেন। শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানাধীন ইসলামপুরে ৫৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত ডাকবাংলো উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন। মন্ত্রী এ সময় বলেন, একটি বিষয় সাফ বলতে চাই, ৫ জানুয়ারি সামনে রেখে আন্দোলনের নামে নৈরাজ্য ও সহিংসতা হলে সরকার বসে থাকবে না। জনগণের জানমাল রক্ষার্থে কঠোর অবস্থানে থাকবে সরকার। আন্দোলন তারা (বিএনপি) করতে পারবে না। আন্দোলন করার মতো বস্তুগত পরিস্থিতি নেই। বড় কথা তাদের নিজেদের সাংগঠনিক শক্তি ও প্রস্তুতি কোনটিই নেই। সহিংসতা ও নৈরাজ্যের চেষ্টা হতে পারে। সেটি হলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া ছাড়া কোন বিকল্প নেই। মন্ত্রী বলেন, রাজনীতিতে মামলা-হামলা, জেল-জুলুমের মধ্যে দিয়েই আন্দোলন করতে হয়। কিন্তু বিএনপির নেতা-কর্মীরা মাঠে থাকলেও নেতারা ঘরে বসে আরাম-আয়েশ করেন। যার কারণে বার বার আন্দোলন হাঁক-ডাক দিয়েও কখনই সাড়া পায়নি বিএনপি। ভবিষ্যতেও পাবে না। অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা ও ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×