ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে ঘন কুয়াশার আড়ালে বাড়ছে ডাকাতি

প্রকাশিত: ০৪:৩৬, ১৪ ডিসেম্বর ২০১৪

হবিগঞ্জে ঘন কুয়াশার আড়ালে বাড়ছে ডাকাতি

নিজস্ব সংবাদদাতা,হবিগঞ্জ, ১৩ডিসেম্বর॥ আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেকটা উন্নতি ঘটলেও শৈতপ্রবাহ ও ঘন কুয়াশা পুঁজি করে রাতের অন্ধকারে জেলার বিভিন্ন উপজেলার গ্রামাঞ্চলের বাড়ি-ঘর এবং সড়কপথে দুর্ধর্ষ অপরাধীরা উঁকিঝুঁকি শুরু করায় বিব্রত অবস্থায় পড়েছে হবিগঞ্জ পুলিশ প্রশাসন। ফলে এই রকম নানা অপরাধমূলক কর্মকা- দমনে বিশেষ অভিযান শুরুর অংশ হিসেবে একাধিক দুর্ধর্ষ ডাকাত পাকড়াও নিয়ে শনিবার দুপুরে হবিগঞ্জ পুলিশ প্রশাসন এক জরুরী প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। এতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অন্তর্ভুক্ত জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকগণ অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম,এএসপি হেডকোয়ার্টার মাসুদর রহমান মনির ও সিনিয়র এএসপি সাজিদুর রহমানসহ পুলিশের অন্যান্য বিভাগের কর্মকর্তরা। বক্তব্য রাখেন, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন ও এটিএন বাংলার প্রতিনিধি আব্দুল হালিম প্রমুখ। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র সাম্প্রতিক সময়ে জেলার কয়েকটি উপজেলায় ডাকাতিসহ নানা অপরাধ সংঘটিত হওয়ায় উষ্মা প্রকাশ করে মিডিয়াকে জানান, জেলার সদর, বানিয়াচঙ্গ ও লাখাইয়ে কয়েকটি ডাকাতির সঙ্গে জড়িত থাকার দায়ে শুক্রবার রাত ও শনিবার সকাল পর্যন্ত ৯ দুর্ধর্ষ ডাকাতকে মালসহ গ্রেফতার করা হয়েছে। এরা হলোÑ কুদরত আলী (৩৫), জুয়েল মিয়া (৩৫), শামিম (২৮), কাউছার মিয়া (৩০), বাহার মিয়া (২৮), সুহেল মিয়া ওরফে আরজু (২৬), ছয়ফুল মিয়া (৩০), রিয়াজ (৩০ মারুফ ওরফে ফুরুক (২২), রেশন মিয়া (২২)। চট্টগ্রাম নগরীর পরিচ্ছন্নতায় ১৬ থানা থেকে টহল শুরু সিএমপির ব্যতিক্রমী উদ্যোগ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জনসচেতনতা বাড়াতে পুলিশের উদ্যোগকে নির্দেশনা হিসেবে মনে করছেন নগরবাসী। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানসহ নগরীর ফুটপাত এমনকি নান্দনিক স্পট ঢেকেপড়া বিলবোর্ড উচ্ছেদের কার্যক্রম বর্তমান সিএমপি কমিশনার আবদুল জলিল ম-লের ব্যতিক্রমী কার্যক্রম হিসেবে আখ্যায়িত করছে সাধারণ মানুষ। শনিবার বিকেলে সিএমপি কমিশনারের সভাকক্ষে ‘নগরীকে পরিষ্কার ও পরিচ্ছন্ন’ এমন স্লোগানকে সামনে রেখে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিশনার আবদুল জলিল ম-ল। নগরীর ১৬টি থানা থেকে ৮টি করে মোট ১২৮টি মোটরসাইকেল এখন থেকে প্রত্যেক এলাকায় টহল দেবে নগর পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার কাজে এমন ঘোষণা দেয়া হয়েছে।
×