ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

থাই যুবরাজের বিয়ে বিচ্ছেদ

প্রকাশিত: ০৪:১৯, ১৪ ডিসেম্বর ২০১৪

থাই যুবরাজের বিয়ে বিচ্ছেদ

থাই যুবরাজ মাহা ভাজিরালংকর্ণ এবং তার স্ত্রী প্রিন্সেস শ্রীরাসমির মধ্যে বিয়ে বিচ্ছেদ হয়েছে। ফলে এখন থেকে শ্রীরাসমি আর রাজকীয় খেতাব ব্যবহার করতে পারবেন না। শনিবার এক ঘোষণায় থাই রাজপ্রাসাদ জানায়, ভাজিরালংকর্ণ তার ১৩ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টেনেছেন। রাজা ভুমিবল আদুলিয়াদেজ এতে অনুমতি দিয়েছেন। আর শ্রীরামসিকে তার রাজকীয় ক্ষেতাব প্রত্যাহারের জন্য লিখিত নথি পাঠানো হয়েছে। -বিবিসি ও এএফপি টাকা পুড়িয়ে বিদ্যুত... বিদ্যুত উৎপাদনে এক অভিনব পদ্ধতি হাতে নিয়েছে চীন। দেশটির হেনান প্রদেশের লুইয়াং বিদ্যুত প্লান্টে কয়লার বদলে তারা ব্যাংক নোট পুড়িয়ে বিদ্যুত উৎপাদন করছে। বিশেষ করে পুরাতন এবং ছেঁড়া নোট এ কাজে ব্যবহার করা হচ্ছে। এক টন পুরান নোট পুড়িয়ে ৬শ’ কিলোওয়াট বিদ্যুত উৎপাদিত হচ্ছে। কয়লা পুড়িয়ে বিদ্যুত উৎপাদনের চেয়ে এ পদ্ধতি পরিবেশবান্ধব। চীনা কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি সাপেক্ষে এ প্রকল্প হাতে নেয়া হয়েছে। একে বিদ্যুত উৎপাদনে এক কার্যকরী পদ্ধতি হিসেবে আখ্যা দেয়া হয়েছে। বিবিসি অনলাইন ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১১ ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসের ঘটনায় অন্তত এগারজন নিহত এবং একশ’ জন নিখোঁজ রয়েছে। শুক্রবার রাতে জাভা প্রদেশের বানজারনেগারা জেলার জেমব্লুং গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার কর্মকর্তারা এ কথা জানান। জাতীয় দুর্যোগ সংস্থা জানায়, ওই গ্রামে ভূমিধসে শতাধিক বাড়ি-ঘর চাপা পড়ে। দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরও নুগ্রোহো বলেন, এই মুহূর্তে আট জনের মৃতদেহ পাওয়া গেছে এবং আমরা এখনও একশ’ জনকে খুঁজছি। নিখোঁজরা ভূমিধসে সমাহিত হয়েছে নাকি অন্য কোথাও আশ্রয় নিয়েছে এটা এখনও স্পষ্ট নয়। নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক সংস্থার কর্মকর্তা বলেছেন, নিখোঁজদের উদ্ধারের জন্য দুইশ’ উদ্ধারকর্মী এবং পাঁচশ’ স্বেচ্ছাসেবী যোগ দিয়েছেন। উদ্ধারকারীদল ৪০ জনকে হাসপাতালে নিয়ে গেছে। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুত্বর। -এএফপি
×