ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জন্মদিনেও অনিশ্চিত মামুনুল!

প্রকাশিত: ০৫:৫৭, ১৩ ডিসেম্বর ২০১৪

জন্মদিনেও অনিশ্চিত মামুনুল!

স্পোর্টস রিপোর্টার ॥ ‘এ্যাটলেটিকো ডি কলকাতা কর্তৃপক্ষ বাফুফেকে জানিয়েছিল, তারা মামুনুলকে ছাড়বে কি না, ছাড়লে কবে ছাড়বে- এ বিষয়টি জানিয়ে শুক্রবারের মধ্যে ফোন করবে বা ই-মেইল করবে।’ কিন্তু শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তারা কিছুই জানায়নি। শনিবার বিষয়টির সুরাহা হয়ে যাবে আশা করি।’ জনকণ্ঠকে এমন কথাই জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। শুক্রবার ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিভরযোগ্য মিডফিল্ডার ও অধিনায়ক মামুনুল ইসলামের ২৬তম জন্মদিন। জন্মদিনেও জানা গেল না আগামী ১৮ ডিসেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাপান অনুর্ধ-২১ দলের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে ওই ম্যাচে খেলতে পারবেন কি না ১৯৮৮ সালের এই দিনে চট্টগ্রামে জন্মগ্রহণ করা মামুনুল। উল্লেখ্য, মামুনুল বর্তমানে ‘ইন্ডিয়ান সুপার লীগ’-এ এ্যাটলেটিকো ডি কলকাতার হয়ে খেলতে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেডের অধিনায়ক মামুনুল। কিন্তু এখনও একটিও ম্যাচ তাঁকে খেলানো হয়নি। ডি কলকাতা আবার সেমিফাইনালেও উঠেছে। এ জন্য দরকার হতে পারে বলে ক্লাবটি মামুনুলকে ছাড়তেও চাচ্ছে না বলে জানা গেছে। তাছাড়া ক্লাবটির সঙ্গে মামুনুলের চুক্তি আছে ২০ ডিসেম্বর পর্যন্ত। ফলে জাতীয় দলের হয়ে খেলাটা অনিশ্চিতই হয়ে পড়েছে মামুনুলের জন্য। বিকেএসপির সাবেক শিক্ষার্থী আজ দেশসেরা মিডফিল্ডার। ২০০০ সালে বিকেএসপিতে ভর্তি হন মামুনুল। ২০০৩ সালে অনুর্ধ-১৭, ২০০৫ সালে অনুর্ধ-১৯ ও ২০০৬ সালে অনুর্ধ-২৩ জাতীয় দলের হয়ে অংশগ্রহণ করেন বিভিন্ন প্রতিযোগিতায়। জাতীয় দলে অভিষেক ২০০৭ সালে। সাফ চ্যাম্পিয়নশিপে ২০১৩ সালে বাংলাদেশের অধিনায়ক ছিলেন। পেশাদার লীগে তিনি ব্রাদার্স ইউনিয়ন, শেখ রাসেল ও শেখ জামালের (বর্তমান ক্লাব) হয়ে খেলেছেন। মামুনুল ২০১৪ আইএফএ শিল্ডে ভারতীয় ফ্যানদের মুগ্ধ করেন, ফলে অনেক ভারতীয় ক্লাব তাঁকে কেনার আগ্রহ প্রকাশ করে।
×