ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভোজ্য তেলের মূল্য হ্রাস

সবজির দাম কেজিপ্রতি ৫-২০ টাকা কমেছে

প্রকাশিত: ০৫:৫০, ১৩ ডিসেম্বর ২০১৪

 সবজির দাম কেজিপ্রতি ৫-২০ টাকা কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শীতের সবজির দাম আরও কমলো। রাজধানীর কাঁচাবাজারে মৌসুমি সবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম। এছাড়া ভোজ্যতেলের দামও হ্রাস পেয়েছে। স্থিতিশীল রয়েছে চাল, ডাল, আটা, পেঁয়াজ ও ডিমের দাম। মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। শুক্রবার রাজধানীর ফকিরাপুল বাজার, মালিবাগ ও মুগদাবাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। এদিকে গত সপ্তাহের তুলনায় সবজির দাম কেজিপ্রতি ৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। টমেটো, নতুন আলু, গাঁজর, শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ বেশিরভাগ সবজির দাম হ্রাস পেয়েছে। মালিবাগ বাজারের সবজি বিক্রিতা আলম বলেন, মাসখানেক ধরে মৌসুমি সবজির সরবরাহ বাড়ছে। এর প্রভাবে কমে আসছে সবজির দাম। এদিকে, ভোজ্যতেলের দাম কমিয়েছে উৎপাদকরা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টার ফলে ভোজ্যতেলের দাম হ্রাস পেয়েছে। ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো এখন থেকে খুচরা পর্যায়ে ১ লিটারের বোতলজাত সয়াবিন তেল সর্বোচ্চ ১০২ টাকায় বিক্রি করবে। যা আগে বিক্রি হতো কোম্পানিভেদে ১১৩-১১৬ টাকায়। ৫ লিটার বিক্রি করবে সর্বোচ্চ ৫০৫ টাকায়, যা বিক্রি হতো ৫৬০-৫৬৫ টাকায়।
×